ফাইনালে বর্ধমান
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃ জেলা অনুর্ধ্ব ১৬ ক্রিকেটের ফাইনালে উঠেছে বর্ধমান। নৈহাটিতে আয়োজিত এই প্রতিযোগিতার সেমিফাইনালে বর্ধমান ১-০ রানে হারিয়েছে দক্ষিণ দিনাজপুরকে। প্রথমে ৪০ ওভারে বর্ধমান ১৫২ রান করে। দলের দেবল দাস ৪০ ও অরিত্র দাস ২০ রান করেন। জবাবে দক্ষিণ দিনাজপুর ৩৭ ওভারে করে ১৪২। বর্ধমানের বাঁহাতি স্পিনার দেবজ্যোতি মিশ্র আট ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন। অপর বোলার রূপঙ্কর পান্ডে ও অরিত্র দাস দুটি করে উইকেট পেয়েছেন। কোচ মনোজ ভকত বলেন, “এই প্রতিযোগিতা জিতেই ফিরবো আমরা। প্রতিপক্ষ কে হবে তা নিয়ে ভাবছি না।”
|
|
দুর্গাপুরের এমএএমসি মাঠে চলছে মহকুমা ক্রিকেট প্রতিযোগিতা। |
|
ক্রিকেটে পুলিশ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
২৬ জানুয়ারি জেলাশাসক একাদশের মুখোমুখি হবার আগে রীতিমত ম্যাচ প্রাকটিস শুরু করেছে বর্ধমান জেলার গ্রামীণ পুলিশ। বুধবার কাঁকসায় অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার ও অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ একাদশের মধ্যে একটি ১২ ওভারের ম্যাচ হয়। তাতে প্রথমে ব্যাট করে হেড কোয়ার্টার দল করে ১০৪। সর্বাধিক ৩১ রান করেন খোদ এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। জবাবে ব্যাট করতে নেমে গ্রামীণ একাদশ মাত্র ৬১ রানে আউট হয়ে যায়। হেড কোয়ার্টার দলের হয়ে একাই পাঁচটি উইকেট নেন জামালপুরের ওসি সুব্রত ঘোষ। তবে স্থানীয় কাঁকসার থানার ওসি বিশ্বজিৎ মুখোপাধ্যায় প্রথম বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই এলবিডব্লিউ হয়ে যান তিনি।
|
জয়ী পুলিশ এসি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান সদর দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে পুলিশ এসি আট উইকেটে হারাল তেওয়ারিবাগান সাথী সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে ১২.৫ ওভারে তেওয়ারিবাগান ৩৮ রানে অলআউট হয়ে যায়। পুলিশের দুই পেসার সূর্যনারায়ণ দাস ও সন্দীপ বন্দ্যোপাধ্যায় যথাক্রমে ১০ রানে ৩ ও ১৬ রানে ৫ উইকেট নেন। জবাবে পুলিশ এসি ৭.২ ওভারে দু’উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়।
|
|
সাই প্রশিক্ষণ কেন্দ্রে চলছে জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা। ছবি: উদিত সিংহ। |
|