\


 
টুকরো খবর
বরাকে লাইনচ্যুত ট্রেন, জখম ২৫
ট্রেন লাইনচ্যূত হয়ে জখম হলেন ২৫ জন যাত্রী। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বরাকের পাহাড় লাইন। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, আজ বেলা ১টা নাগাদ বরাক ভ্যালি প্যাসেঞ্জার ট্রেনের দু’টি বগি ডিমা হাসাও জেলার হারাংগাজাও স্টেশনের কাছে লাইনচ্যূত হয়। ট্রেনটি লামডিং থেকে শিলচর যাচ্ছিল। খবর পেয়ে, রেলকর্তারা প্রত্যন্ত ওই স্টেশনের উদ্দেশে রওনা হন। জখম যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত রেল লাইনে মেরামতির কাজ শুরু হয়েছে। লাইন মেরামতির জন্য বরাক উপত্যকা থেকে অসমের বাকি অংশ ও আগরতলার মিটারগেজ রেলপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

উঠল অনশন
অনশন তুলে নিলেন শহিদ হেমরাজ সিংহের পরিবার ও গ্রামবাসীরা। তাঁদের সব দাবি মেনে নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সম্প্রতি নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানি সেনার হাতে নিহত হন হেমরাজ। শেরনগর গ্রামে হেমরাজের নামে কলেজ তৈরি, লোহিয়া সমগ্র বিকাশ প্রকল্পে গ্রামের অন্তর্ভুক্তি-সহ বেশ কয়েকটি দাবিতে অনশনে বসেছিলেন নিহত জওয়ানের স্ত্রী ধর্মবতী-সহ গ্রামবাসীরা।

ডাইনি সন্দেহে খুন আদিবাসী মহিলা
ডাইনি সন্দেহে নিজের দেওরের হাতে খুন হলেন ৬০ বছরের এক আদিবাসী মহিলা। ঝাড়খণ্ডের সরাইকেলা-খারসোয়ান জেলায় শুক্রবারের ঘটনা। কাস্তে দিয়ে কুপিয়ে হত্যা করা হয় তাঁকে। শনিবার নিহত মহিলার মুন্ডু এবং কাস্তেটি নিয়ে রাজনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করে খুনি। সে জানায়, তার ছেলের অসুস্থতার কারণ ওই মহিলা। তাই তাঁকে খুন করে সে। তাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

১০০ শতাংশ পরিচয়পত্র
রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা প্রকাশিত হল। ২০০৮ সালের তুলনায় এ বার রাজ্যের ভোটদাতার সংখ্যা বেড়েছে ৩.৩ শতাংশ। এ বার নির্বাচনে একশো শতাংশ ভোটারের হাতেই থাকবে সচিত্র পরিচয় পত্র।

এর মঞ্চে একমাত্র বাঙালি শিল্পপতি
—নিজস্ব চিত্র
সিঙ্গাপুরের অনাবাসী শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায় ‘ভাইব্র্যান্ট গুজরাত’-এর মঞ্চে একমাত্র বাঙালি শিল্পপতি। মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুধু বৈঠকই নয়, গুজরাতের শিল্পমন্ত্রী সৌরভ পটেল এবং রাজস্ব মন্ত্রী আনন্দিবেন পটেলের সঙ্গেও তাঁর বৈঠক হয়। ধোলরাতে শিল্পতালুক ও একটি বিদ্যুৎ প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন মোদী। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ইউনিভার্সাল সাকসেসের’ সঙ্গে আরও কাজ করতে তিনি উৎসাহী।

সক্রিয় বিচারবিভাগের প্রশংসায় রাষ্ট্রপতি
বিচারবিভাগের তথাকথিত অতিসক্রিয়তার কিছু ভাল ফলও দেখা গিয়েছে। শনিবার এই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর কথায়, “প্রায়ই বিচারবিভাগের অতিসক্রিয়তা বা বৃহত্তর ভূমিকার কথা শোনা যায়।” তাঁর মতে, এই ধরনের সক্রিয়তার ভাল ফলের পাশাপাশি আইনসভা, বিচারবিভাগ বা প্রশাসনের মধ্যে ভারসাম্যের কথাও মাথায় রাখা প্রয়োজন। একে অপরের এক্তিয়ারে নাক গলানো উচিত নয়। বিচারবিভাগীয় অতিসক্রিয়তা নিয়ে বেশ কয়েক বার সরব হয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ-সহ ইউপিএ সরকারের শীর্ষ কর্তারা।

গুলিবিদ্ধ হলেন পঞ্চায়েত সদস্য
সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে আহত হলেন উত্তর কাশ্মীরের বারামুলা জেলার এক মহিলা পঞ্চায়েত সদস্য। পুলিশ জানিয়েছে, সোপোর এলাকায় নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন জুনা রমজান। চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পঞ্চায়েত প্রধানদের উপরে হামলা চালানোর হুমকি দেয় জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। গতকালই সোপোরের অন্য একটি গ্রামের পঞ্চায়েত প্রধান হাবিবুল্লাহ মীর জঙ্গিদের গুলিতে নিহত হন।

হেফাজতে সাংসদ
আদালতের নির্দেশে ৫ দিনের পুলিশি হেফাজত হল এমআইএম সাংসদ আকবরউদ্দিন ওয়াইসির। বিদ্বেষমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার গ্রেফতার হয়েছেন তিনি। তদন্তের স্বার্থেই এ বার তাঁকে পুলিশি হেফাজতে রাখার সিদ্ধান্ত নিল আদালত। ওয়াইসির আইনজীবী শনিবার অবশ্য দাবি করেন সুস্থ নেই তাঁর মক্কেল। আবেদনের পরিপ্রেক্ষিতে এল বি নগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জানান প্রয়োজনে ওয়াইসির চিকিৎসার ব্যবস্থা করবে পুলিশ। পুলিশের কাছে তাঁর আবেদন জেরার সময় ওয়াইসির উপর যেন কোনও রকম মানসিক বা শারীরিক অত্যাচার না করা হয়।

পাশে মুখ্যমন্ত্রী
দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণীর দুই ভাইয়ের পড়াশোনার সমস্ত খরচ বহন করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নির্যাতিতার বাড়ি ঘুরে আসার পরই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অখিলেশ শনিবার নির্যাতিতার গ্রামে যান। নির্যাতিতার বাবা-মা’র হাতে কুড়ি লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, যে কোনও প্রয়োজনে ধর্ষিতার পরিবারের পাশে আছেন তিনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.