|
|
|
|
চিত্র সংবাদ |
|
সহচরী লোরি উৎসবে সামিল কলেজ ছাত্রীরা। শনিবার অমৃতসরে। ছবি: পিটিআই
|
|
স্কুল পড়ুয়াদের পর এ বার কলেজ পড়ুয়াদের মধ্যে থেকে ভবিষ্যতের নেতা খুঁজে নিল দিল্লির রামকৃষ্ণ মিশন। স্বামী
বিবেকানন্দের জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষে বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছিল মিশন। শনিবার প্রতিযোগিতায় সফল
ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শু্যটার অভিনব বিন্দ্রা, বক্সার অখিল কুমার ও প্রধানমন্ত্রীর
পরামর্শদাতা স্যাম পিত্রোদা। দিল্লির মিশন সূত্রে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের কাছে স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ
পৌঁছে দিতে প্রায় এক লক্ষ বই বিতরণ করা হয়েছে। এ ছাড়া, দিল্লি মিশনে স্বামীজির উপর একটি স্থায়ী প্রদর্শনীরও
আয়োজন করা হয়েছে। যা তৈরি করেছে স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রীরাই।
এ দিন দিল্লির রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী
শান্তাত্মানন্দ বলেন, “বিবেকানন্দের উপর একটি থ্রি-ডি ফিল্মও বানানো হয়েছে।
আর সেটি করা হয়েছে
স্বামীজির বিভিন্ন ছবির কোলাজের উপর ভিত্তি করে।” —নিজস্ব চিত্র
|
|
স্বামীজির বেশে: স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মদিন পালনে
উদ্যোগ স্কুল পড়ুয়াদের। শনিবার গুয়াহাটিতে। ছবি: পিটিআই
|
|
প্রতিবাদের ভাষা: মেয়েদের নিরাপত্তার দাবিতে পথে নামল ভুবনেশ্বর। ছবি: পিটিআই |
|
|
|
|
|