উত্তরবঙ্গের ঢেকলাপাড়া চা বাগানের ১৭ শ্রমিক গুরুতর অসুস্থ। এদের অনেকেই যক্ষ্মা, রক্তাল্পতা এবং নানা জটিল রোগে আক্রান্ত বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শুক্রবার মহাকরণে তিনি এই প্রসঙ্গে বলেন, “ওই শ্রমিকদের চিহ্নিত করে সরকারি উদ্যোগে চিকিৎসা শুরু করা হয়েছে।” এক দশকেরও বেশি সময় ধরে ঢেকলাপাড়া চা-বাগানটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। বাগানটির শ্রমিকদের মধ্যে অনেকেই ইতিমেধ্য অনাহার ও অপুষ্টিজনিত রোগে ভুগে মারা গিয়েছেন বলে অভিযোগ। গৌতমবাবু এ দিন জানিয়েছেন, ঢেকলাপাড়া চা-বাগানটি নিলামে বিক্রি করার জন্য অনেক বারই দরপত্র চাওয়া হয়েছে। কিন্তু ভাল দাম পাওয়া যাচ্ছে না বলে বাগান বিক্রি হচ্ছে না। ঢেকলাপাড়া, দালমোড়ের মতো বন্ধ চা-বাগানগুলির শ্রমিকদের ঘরে কম দামে চাল-সহ, আলো, জলের ব্যবস্থা করা হচ্ছে।
|
অভিযুক্তেরা অধরা
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
গ্রেফতার পাঁচ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
এক যুবককে টেলিফোন করে ব্যাঙ্কের তরফে তথ্য পরীক্ষার নামে এটিএম কার্ডের নম্বর, পাসওয়ার্ড ও ইন্টারনেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড জেনে নিয়ে ৯৫৪৬ টাকা হাতিয়ে নিয়েছে এক দুষ্কৃতী। বৃহস্পতিবার বালুরঘাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক শুভঙ্কর ঘোষ মোবাইলে টাকা তুলে নেওয়ার মেসেজ পান। তিনি অ্যাকাউন্ট থেকে টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে নিলেও ওই দুষ্কৃতী ৯৫৪৬ টাকা হাতিয়ে নেয়। পুলিশ এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ওই গ্রাহক অভিযোগ জানিয়েছেন। |