টুকরো খবর
ভেস্তে গেল বাগান খোলার বৈঠক
মালিকপক্ষ হাজির না হওয়ায় ফের ভেস্তে গেল বন্ধ মধু চা বাগান খোলার বৈঠক। শুক্রবার আলিপুরদুয়ারের সহকারী শ্রম আধিকারের দফতরে বৈঠকে যাননি মালিকপক্ষ। বন্ধ বাগানে বিনামূল্যে রেশনের দাবি জানাবে শ্রমিক সংগঠন। মহকুমাশাসক অমলকান্তি রায় বলেন, এ দিন বন্ধ মধু চাবাগান নিয়ে সহকারী শ্রম আধিকারিকের দফতরের মালিক পক্ষ আসবেন না বলে জানিয়ে দেওয়ায় ত্রিপাক্ষিক বৈঠক হয়নি। বিষয়টি নিয়ে আমি বাগানের শ্রমিক সংগঠন গুলির সাথে যোগাযোগ রাখছি। বাগানে যাতে পানীয় জল সরবরাহ স্বাভাবিক থাকে সেজন্য কালচিনির বিডিওকে নির্দেশ দিয়েছি।

শিলিগুড়িতে তাস প্রতিযোগিতা
আগামী ১৩-২০ জানুয়ারি ‘অকশন ব্রিজ’ তাস প্রতিযোগিতার আয়োজন করেছে শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হবে। উৎসাহীদের ১১ জানুয়ারির মধ্যে নাম নথিভুক্ত করতে বলা হয়। পুরস্কার মূল্য ৫০ হাজার টাকা। যেখানে তহবিলে টাকা কম রয়েছে বলে নানা প্রকল্পের কাজের ক্ষেত্রে সমস্যা, তখন এ ধরনের প্রতিযোগিতায় লক্ষ টাকা খরচ নিয়ে প্রশ্ন উঠেছে। নাম নথিভুক্ত করতে যাঁদের নাম ওফোন নম্বর দেওয়া হয়েছে তাঁদের অধিকাংশ তৃণমূল নেতা-কর্মী, অভিযোগ বিরোধীদের। ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ কৃষ্ণ পাল অবশ্য এ সব মানতে চাননি।

গ্রেফতার চার
পাচারকারী সন্দেহে এক মহিলা সহ চার জনকে পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে এক কিশোরী। শুক্রবার কুমারগ্রামের বারোবিশা থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম হাবলু হোসেন, সুনতি বর্মন, শ্যামলতরণী দাস এবং সন্তোষ বর্মন। এ দিন অসম সীমানায় টহল দেওয়ার সময় অসমগামী একটি গাড়ি আটক করে ওই কিশোরীকে উদ্ধার করে পাচারকারীদের ধরে।

বড়ো সম্মেলন
শুক্রবার পশ্চিমবঙ্গ বড়ো সাহিত্যসভার ১২ তম রাজ্য ও ২৫ তম জলপাইগুড়ি জেলা সম্মেলন শুরু হল কুমারগ্রামের হেমাগুড়ি গ্রামে। চলবে দু’দিন ধরে। সম্মেলনে মেচদের বড়ো হিসেবে স্বীকৃতি প্রদান, বড়ো ভাষাতে পাঠ্যক্রম চালুর দাবি উঠেছে। সংগঠনের রাজ্য সভাপতি নবীন চন্দ মন্ডল বলেন, দু’দিনের সম্মেলনে বড়ো সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরা হবে।

পঞ্চায়েতে তালা
বিদ্যুৎ সংযোগের দাবিতে সিপিএম পরিচালিত ময়নাগুড়ির খাগরাবাড়ি-২ গ্রাম পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী ও সমর্থকরা। শুক্রবার বিকেল নাগাদ পঞ্চায়েত কর্তারা সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। এ দিন স্থানীয় তৃণমূল কর্মীরা জানান, এ নিয়ে কয়েক বার আর্জি জানিয়ে কোনও লাভ হয়নি।

গরমিল, শো-কজ
রেশনে সরবরাহের চাল, গম, চিনির বস্তায় গরমিলের অভিযোগে দুই ডিস্ট্রিবিউটরকে শো-কজের সিদ্ধান্ত নিল মহকুমা প্রশাসন। শিলিগুড়ি মহকুমা প্রশাসন জানায়, ওই দুই ডিস্ট্রিবিউটরের তিনটি গুদাম সিল করা হয়েছে।

করে আপত্তি
সম্পত্তি কর, ট্রেড লাইসেন্স ফি এবং সাফাই ফি বাড়ানোর প্রতিবাদ জানালেন শিলিগুড়ি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার তাঁরা পুর কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন।

কাল মালবাজারে সূর্যকান্ত
সিটু অনুমোদিত চা মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনে যোগ দিতে কাল, শনিবার মালবাজারে যাবেন সূর্যকান্ত মিশ্র। মালবাজার শহরের ফরোয়ার্ড ক্লাব ময়দানে দুপুর নাগাদ একটি প্রকাশ্য সভায় তিনি বক্তব্য রাখবেন। দু’দিন ধরে সম্মেলন চলবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.