|
|
|
|
পুরসভায় অবস্থান বামেদের |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কংগ্রেস, তৃণমূল জোটের পুর বোর্ড শহরের বস্তি উন্নয়নে সদর্থক ভূমিকা নিতে পারছে না অভিযোগ তুলে পুরসভায় অবস্থান বিক্ষোভ দেখাল বামেদের বস্তি উন্নয়ন সমিতি। শুক্রবার পুরসভার বাইরে সভাও করেন তাঁরা। ছিলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য, পুরসভার বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম, দিলীপ সিংহ-সহ তাঁদের কাউন্সিলরদের একাংশ। অভিযোগ, বস্তি উন্নয়ন প্রকল্পে বাড়ি তৈরির জন্য গরিব বাসিন্দাদের অনেকে ১৬ হাজার টাকা করে দিয়েছেন পুর কর্তৃপক্ষকে। বাড়ি তৈরির জন্য পুরনো ঘর ভেঙে দিয়েছেন। অথচ তাদের বাড়ির কাজও ১ বছর বাদেও শুরু হয়নি। বস্তি উন্নয়ন সমিতির তরফে জানানো হয়, দাবির বিষয়গুলি নিয়ে মেয়র গঙ্গোত্রী দত্তের কাছে স্মারকলিপি দেবেন বলে তাঁরা আগাম জানিয়েছিলেন। অথচ তার পরেও এ দিন মেয়র নির্ধারিত সময়ে দফতরে না থাকায় তাকে স্মারকলিপি দিতে পারেননি তাঁরা। শেষ পর্যন্ত পুর কমিশনারের কাছে সেই স্মারকলিপি দেওয়া হয়। মহকুমাশাসকের দফতরেও একই স্মারকলিপি দেন তাঁরা। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “ব্যক্তিগত কাজে ওই সময় থাকতে পারব না বলে আগাম জানিয়েছিলাম।” বস্তিবাসীদের যাঁরা বাড়ি তৈরির জন্য টাকা দিয়েছেন তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান। প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য জানান, বাম জামানায় খাস জমিতে বসবাসকারীদের পাট্টা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। তিনি উদ্যোগী হয়ে তা চালু করেন। শিলিগুড়ি মহকুমায় ১৪০০ পরিবারকে পাট্টা দেওয়া হয়। ৩ হাজার পরিবারকে দেওয়ার কথা ছিল। রাজ্যে ক্ষমতা বদলের পর তা বন্ধ রয়েছে। অবিলম্বে তা চালু করার দাবি তুলেছেন তিনি। নুরুলবাবুর দাবি, শহরের বাসিন্দাদের বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত করা না হলে বড় ধরনের আন্দোলন করা হবে। |
|
|
|
|
|