সংস্কৃতি যেখানে যেমন

বইমেলা জমজমাট জলপাইগুড়িতে
বইমেলাকে কেন্দ্র করে উৎসবের আমেজ এখন জলপাইগুড়ি শহরে। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ জলপাইগুড়ি শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত বইমেলায় ২০১৩ (৭ই-১৩ই জানুয়ারি)-র উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হল। পদযাত্রার মাধ্যমে প্রবল শৈত্যপ্রবাহ উপেক্ষা ক’রে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, বইপ্রেমী ও সংস্কৃতি জগতের মানুষজন সামিল হলেন এই পদযাত্রায়। বিদ্যাসাগর মূর্তির পাদদেশ (ডিবিসি রোড) থেকে যাত্রা শুরু ক’রে। পদযাত্রা রবীন্দ্র ভবনের মেলা প্রাঙ্গণে প্রবেশ করে। এ বছর মেলা প্রাঙ্গণে প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে এবং মেলা মঞ্চটিকে প্রয়াত পরিতোষ দত্ত স্মরণে উৎসর্গ করা হয়েছে। মঞ্চে সাতরঙের তুলির টানে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষা ও সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা, ইন্দিরা সেনগুপ্ত, ছন্দা রায়, সুভাষ কর্মকার, কমলেশ দাশগুপ্ত। চট্টগ্রাম, বাংলাদেশ থেকে আগত বিশেষ অতিথি, দেবকুমার ঘোষ ও কল্যাণ দে মঞ্চে ইন্দ্রাণী চক্রবর্তী ও মনিদীপা নন্দীর কন্ঠে কবিগুরুর ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর’ গানের সঙ্গে ক্যানভাসে সাতরঙে ছবি ফুটিয়ে তোলেন শিল্পী বিভাস রায়। বইমেলাকে মিলন মেলার রূপ দেওয়ার প্রয়াসে প্রতিদিন। এই মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহরের প্রতিটি বিদ্যালয়, সঙ্গীত-নৃত্যের শিক্ষাকেন্দ্রগুলিকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সমবেত সঙ্গীত অথবা নৃত্যানুষ্ঠানের জন্য প্রত্যেকের ধার্য সময় দশ মিনিট। অংশ নিয়েছে প্রায় ষাটটি প্রতিষ্ঠান। বইমেলা কালচারাল কমিটির আহ্বায়ক শর্বরী দত্ত জানালেন, প্রতিদিনই প্রায় ৬০-৭০ জন শিশু-কিশোর-কিশোরী অনুষ্ঠানে অংশ নিচ্ছে। প্রতিটি অনুষ্ঠানেই থাকছে ১০-১৫জন। এর মধ্যে টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের অনুষ্ঠানে আছে সবচেয়ে বেশি। প্রায় ৪০ জন। ফলে প্রতিদিন বিকেল ৫টা থেকে কচিকাঁচাদের ভিড় জমছে মেলা প্রাঙ্গণে। মেলাকে বর্ণময় করে তুলতে আছে একটি আলোকচিত্রের প্রদর্শনীও। বিষয় প্রকৃতি, গ্রামবাংলা ও উৎসব। অনেকগুলো বইও প্রকাশিত হবে এবারের বইমেলায়। স্বভাবতই মেলা প্রাঙ্গণ সরগরম।

উৎসবের প্রস্তুতি ওদলাবাড়িতে
সপ্তম ডুয়ার্স নাট্যোৎসবের প্রস্তুতি এখন জোরকদমে চলছে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওই উৎসব হবে মালবাজার মহকুমার ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাবের নতুন রবীন্দ্র মঞ্চে। উত্তরবঙ্গ তো বটেই, রাজ্যের নানা এলাকার প্রথম সারির নাট্য দলগুলি ওই উৎসবে অংশ নিয়ে থাকে। উদ্যোক্তা সংস্থার পক্ষে কার্যকরী সম্পাদক পল্লব বসু জানান, এবার উৎসবে কলকাতার ৬টি ও উত্তরবঙ্গের ২টি নাট্যগোষ্ঠীর প্রযোজনা মঞ্চস্থ হবে। উৎসবের প্রথম দিন কলকাতার নাট্য সংস্থার ‘প্রাচ্য’ প্রযোজিত ‘তৃতীয় অঙ্ক অতএব’ নাটকটি মঞ্চস্থ হবে। নির্দেশনা ও অভিনয়ে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পর দিন মঞ্চস্থ হবে ‘সুপারি কিলার’। ১০ ফেব্রুয়ারি জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের সংস্থা ‘মুক্তিপিয়াসী’ প্রযোজিত ‘একদিন-প্রতিদিন’। পরদিন ১১ তারিখ হবে নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের নির্দেশনায় ‘বিচিত্রা’ প্রযোজিত নাটক ‘গণেশগাথা’ ও ১২ ফেব্রুয়ারি কলকাতার হংসমথুনের হিন্দি নাটক ‘হনুয়া, ধনুয়া আউর বুধুয়া’ মঞ্চস্থ হবে। নির্দেশনায় দিব্যেন্দুশেখর মুখোপাধ্যায়। একইদিনে ওদলাবাড়ি নাট্য উৎসব কমিটির নাটক ‘তোতা’। নাট্যরূপ ও নির্দেশনা সন্তোষ দাস। সমাপ্তি দিবসে হংসমিথুন প্রযোজিত ‘ফালান’ নাটকটি মঞ্চস্থ হবে। নাট্যোৎসবে ডুয়ার্সের তিনজন নাট্য ব্যক্তিত্বকে সম্বর্ধনা জানানো হবে।

সৃজনের নাটক বালুরঘাটে
সম্প্রতি বালুরঘাটের সৃজন নাট্য সংস্থা নতুন নাটক মঞ্চস্থ করল বালুরঘাটের রবীন্দ্রভবনে। ‘সোনার কাঠি-রুপোর কাঠি’ নাটকটি দর্শকদের সমাদর পেয়েছে। পারিবারিক তথা সামাজিক সঙ্কটের কাহিনীকে ঘিরে এগিয়েছে নাটক। নিউক্লিয়ার পরিবার, মূল্যবোধের অবক্ষয়, বয়স্কদের অসহায়তা ফুটে উঠেছে নাটকে। বিশেষ আমন্ত্রিত দর্শকদের সামনে সমাদৃত হয়েছে নির্দেশক রবীন্দ্রনাথ সাহা, সুচেতনা বন্দ্যোপাধ্যায়, শান্তনু চক্রবর্তী, সিক্তা চন্দ প্রমুখের অভিনয়॥

কাউন্সিলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী
ছবি: সুদীপ দত্ত।
রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হল কোচবিহারের তুফানগঞ্জে তোল্লিগুড়ি উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরেশ দাস। প্রধান অতিথি ছিলেন অসমের বিশিষ্ট গবেষক ডঃ অমর সিং কোচ। তিনি তাঁর স্বাগত ভাষনে কোচ-রাভা ভাষায় ইন্দ্রমোহন রাভা, পশ্চিমবঙ্গ ও অসম থেকে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, রাভা সমাজ ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। উন্নয়ন ও স্বনির্ভরতার ক্ষেত্রে রাভা ডেভেলপমেন্ট কাউন্সিল প্রয়োজনীয় পদক্ষেপ করবে। অনুষ্ঠানে কৃতী ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়। দীপসিং পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন প্রবীরকুমার বর্মন। ‘রাভা সমাজ-সংস্কৃতি ও আত্মপরিচয়ের সংকট’ শীর্ষক একটি আলোচনাচক্রে অংশ নিয়েছিলেন দিলীপকুমার রায়, অভিজিৎ দাস, রামেশ্বর রায়, দন্ডিরাম রাভা প্রমুখ।

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের মহড়া। ছবি: বিশ্বরূপ বসাক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.