|
|
|
|
দীপঙ্কর-হত্যাকাণ্ড |
অভিযুক্তদের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা, অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
দশম শ্রেণির ছাত্র অপহরণ ও খুনে অভিযুক্তদের বাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। শুক্রবার দুপুর সাড়ে ৩টা নাগাদ ঘটনাটি ঘটে মাটিগাড়া থানার তুম্বাজোত এলাকায়। দোষীদের শাস্তির দাবিতে এদিন দীপঙ্করের গ্রাম পতিরামজোত থেকে একটি মিছিল বের হয়। সেটি তুম্বাজোতে ধৃতদের বাড়ির কাছে পৌঁছতেই কিছু যুবক ওই দুই বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। সে সময় পুলিশ সেখানে ছিল না। ঘটনার পরে পুলিশ পৌঁছয়। দীপঙ্কর অপহরণ ও খুনের তদন্ত নিয়ে গোড়া থেকেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা ও গাফিলতির অভিযোগ ওঠে। এ দিনের ঘটনার পর ধৃতদের পরিবারের পক্ষ থেকেও পুলিশের বিরুদ্ধে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে দেখার অভিযোগ উঠেছে। শিলিগুড়ির ডেপুটি কমিশনার ও জি পাল বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ যায়। বাইরের কেউ ধৃতদের বাড়িতে হামলা চালায় বলে জানা গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।” ধৃতদের আইনজীবী অখিল বিশ্বাস বলেন, “পর পর দু’দিন ধৃতদের বাড়িতে হামলা হয়েছে। পরিবারের লোকজন বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন। আমরা বিষয়টি আদালতে জানাব।” দুই পরিবারের সদস্যরা জানান, পর পর দু’দিন বাড়িতে হামলা হয়েছে। তাদের উপরেও হামলা হতে পারে এ জন্য তারা পালিয়ে আছেন। পুলিশের পক্ষ থেকে অবশ্য ওই পরিবার দুটিকে নিরাপত্তা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিন আদালতে ধৃতদের একজন মনোজ সরকার বয়সের প্রমাণপত্র জমা দেওয়া হয়। তা খতিয়ে দেখে ভারপ্রাপ্ত এসিজেএম সন্তোষ পাঠক মনোজকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সরকারি পক্ষের আইনজীবী সুদীপ রায় বসুনিয়া বলেন, “মনোজের বয়স ২০ বছর বলে প্রমাণিত হওয়ার পর তার পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে অপহরণ ও খুন সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করবে।” আদালত সূত্রের খবর, বৃহস্পতিবার অভিযুক্তের বয়স ১৮ বছর নয় দাবি করে কিছু কাগজপত্র জমা দেন তার আইনজীবী। তাতে কিছু অসঙ্গতি থাকায় নকশালবাড়ি ব্লকের জন্ম ও মৃত্যু নথিবদ্ধ দফতরের কাছে সঠিক তথ্য জানতে চায় আদালত। এদিন তারা রিপোর্ট জমা দেয়। এদিন দুপুর সাড়ে ৩টা নাগাদ পুলিশি নিষ্ক্রিয়তা ও খুনিদের শাস্তির দাবি করে পতিরামজোতের বাসিন্দারা মিছিল বের করে। সেখানে স্কুলের শিশুরাও যোগ দেয়। মিছিল তুম্বাজোতে যেতেই তাতে কিছু যুবক সামিল হয় বলে পুলিশের দাবি। দীপঙ্করের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলা ও শিশুরা মিছিল করছিল। সে সময় কিছু যুবক মিছিলে ঢুকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। বৃহস্পতিবার রাতেও ধৃতদের বাড়িতে হামলা করে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে। দীপঙ্করের কাকা সত্য সরকার বলেন, “বিষয়টিকে নিয়ে কেউ চক্রান্ত করছে। তারাই ধৃত ২ জনের বাড়িতে হামলা করছে। আমরা কারও বাড়িতে হামলা সমর্থন করি না। পুলিশকে সব জানিয়েছি।” |
|
|
|
|
|