স্বামী বিবেকানন্দের জন্মদিনের আগের দিন শুক্রবার তাঁর জীবন গঠনের বার্তা ছড়িয়ে দিতে পুরুলিয়া জেলায় দু’দিনের সাইকেল র্যালি শুরু হল। পুরুলিয়া জেলার প্রত্যন্ত এলাকায় প্রচার করাই লক্ষ্য। এ দিন সকালে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে ২৫ জনের এই সাইকেল র্যালি বের হয়। সূচনা করেন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী আত্মপ্রভানন্দ। এই র্যালির উদ্যোক্তা বিদ্যাপীঠের প্রাক্তনীদের সংগঠন প্রণতি সোসাইটি ও রামকৃষ্ণ মিশনের ভাবধারায় প্রতিষ্ঠিত একটি সংস্থা। উদ্যোক্তাদের পক্ষে সুধাকর ঘোষ জানান, বলরামপুর, বাঘমুণ্ডি, আড়শা ও ঝালদায় ওই র্যালি যাবে।
|
গন্ধেশ্বরী নদীর চরে এক যুবককে গুলি করে খুন করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত নারান মালাকার বাঁকুড়া শহরের কুচকুচিয়ার বাসিন্দা। শুক্রবার তাঁকে বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হলে বিচারক তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। সোমবার সকালে বাঁকুড়ার ধর্মদাসপুরের যুবক গৌরপদ মাঝির (২৩) দেহ মেলে সতীঘাট সংলগ্ন গন্ধেশ্বরী নদীর চরে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই বাঁকুড়ার মোবারকপুর থেকে সুকুমার মল্লিককে গ্রেফতার করে পুলিশ।
|
আজ শনিবার প্রকাশ হবে সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের পার্টওয়ান পরীক্ষার ফল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহের নিয়ামক সুবলচন্দ্র দে জানিয়েছেন, বিএসসি, বিকম, বিবিএ ও বিসিএ-র ফল (skbu.ac.in) ও exametc.com ওয়েবসাইটে বেলা ১০টার পরে জানা যাবে।
|
দু’দিন ধরে নিখোঁজ থাকা ঝালদার উজ্জ্বল সিংহ নামে এক বালককে বৃহস্পতিবার উদ্ধার করে পুলিশ। অপহরণের অভিযোগে ভূতনাথ রজককে ধরা হয়েছে। |