|
|
|
|
এক বছরে পূর্বে ভোটার বেড়েছে প্রায় দেড় লক্ষ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
মাত্র এক বছরে পূর্ব মেদিনীপুরে ভোটার বেড়েছে দেড় লক্ষ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন ভোটার তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তাতে পূর্ব মেদিনীপুর জেলায় মোট ভোটার ৩৩ লক্ষ ৪৩ হাজার ৪৬ জন। গত বছর জেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৩১ লক্ষ ৯৪ হাজার ৫০২ জন। অর্থাৎ এক বছরে জেলায় ভোটার সংখ্যা বেড়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৫৪৪ জন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মলয় হালদার বলেন,“নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী গত ৫ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। গতবারের চেয়ে প্রায় ১ লক্ষ ৪৮ হাজার ভোটার বৃদ্ধি পেয়েছে। গত বছরের চেয়ে ৪.৬৫ শতাংশ ভোটার বৃদ্ধি হয়েছে।”
জেলা প্রশাসন ও নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, এ বার নতুন ভোটার তালিকা তৈরি করতে নির্বাচন কমিশন কয়েক মাস আগে নতুন ভোটারদের আবেদন পত্র গ্রহণ করে। এ ছাড়া তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়া, স্থানান্তর প্রভৃতির আবেদনপত্রও গ্রহণ করা হয়। সমস্ত আবেদনকারীদের নিয়ে শুনানির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলা নির্বাচন দফতরের আধিকারিকরা জানান, রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যের পঞ্চায়েত দফতর নতুন এই ভোটার তালিকা গ্রহণ করতে পারে। প্রতিবারই নির্বাচনের আগে ভোটার তালিকা প্রস্তুত হলে নতুন ভোটারদের নাম তোলার প্রবণতা বৃদ্ধি পায়।
এ বারও পঞ্চায়েত নির্বচনের আগে নতুন ভোটারদের নাম তোলার জন্য প্রচুর আবেদন জমা পড়েছিল। জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য জেলায় মোট ১ লক্ষ ৮৪ হাজার আবেদন জমা পড়েছিল। এই সব আবেদনকারীদের শুনানিতে ডাকা হয়। এর মধ্যে প্রায় ১ লক্ষ ৭০ হাজারের আবেদন গ্রাহ্য হয়েছে। নতুন ভোটার হিসেবে এদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অন্যদিকে কয়েক হাজার মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সব মিলিয়ে জেলায় এ বার নতুন ভোটার বৃদ্ধি পেয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৫৪৪ জন। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মলয় হালদার বলেন, “জেলায় নতুন ভোটার তালিকা অনুযায়ী ১০০ শতাংশ ভোটারদেরই সচিত্র পরিচয়পত্র দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে।” জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি বিধানসভা কেন্দ্র ভিত্তিক নতুন ভোটার তালিকা সব চেয়ে বেশী ভোটার রয়েছে এগরা বিধানসভায়। এখানে ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৭ হাজার ৫৯ জন। এর পর পাঁশকুড়া পশ্চিম বিধানসভা। সেখানে ২ লক্ষ ২৫ হাজার ৩২২ জন, তমলুক বিধানসভায় ২ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। সবচেয়ে কম ভোটার রয়েছে দক্ষিণ কাঁথি বিধানসভায়। ১ লক্ষ ৮৬ হাজার ৭১৩ জন।
স্মারকলিপি। পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার জেলার প্রায় শতাধিক আশাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরীর কাছে এক স্মারকলিপি জমা দেওয়া হয়। নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কনিষ্ক পণ্ডা, আশাকর্মী মহুয়া মাইতি(রায়) প্রমুখ। স্থায়ী বেতনব্যবস্থা, উপযুক্ত প্রশিক্ষণ ও স্বাস্থ্য কর্মীর মর্যাদা দেওয়া ছাড়াও আশা কর্মীদের স্থায়ী কর্মী হিসেবে গণ্য করার দাবিও জানান হয়। |
|
|
|
|
|