ধর্ষণের প্রতিষেধক দিচ্ছেন মেরি কম
ভরসা থাকুক মার্শাল আর্ট আর বিবেকানন্দে
দেশ জুড়ে ধর্ষণ-আতঙ্ক কমাতে তাঁর প্রেসক্রিপশন স্বামী বিবেকানন্দ এবং মার্শাল আর্ট।
তিনি মহিলা হলেও তাঁর ‘জ্যাব’, ‘র্যাবিট পাঞ্চ’, ‘আপার কাট’ আতঙ্ক অনেক পুরুষের কাছে। লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী সেই বক্সার মেরি কমের নতুন বছরে আতঙ্ক বাড়াচ্ছে দিল্লি গণধর্ষণের মতো ঘটনা।
বক্সিংয়ে পাঁচ বারের বিশ্বসেরার নতুন বছরে কলকাতায় আগমন স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে। শনি ও রবিবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তনদের অনুষ্ঠানে তিনিই প্রধান অতিথি। শুক্রবার বিকেলে ময়দানে ইনকাম ট্যাক্স তাঁবুতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার দিতে যাওয়ার পথে আনন্দবাজারের সঙ্গে আড্ডায় বসলেন মেরি। আর সেখানেই প্রকাশ মেরির আশঙ্কা। “দিল্লির ঘটনার পর মেয়েদের জন্য সত্যিই ভয় হচ্ছে। এ কোন সমাজে রয়েছি আমরা!”
একে বক্সার। তার ওপর পেশায় পুলিশ অফিসার। তাই ধর্ষণ-শ্লীলতাহানি রুখতে মেরির দর্শন, অনেকটা ‘জো ডর গয়া, সমঝো ও মর গয়া’ মার্কা। বলছেন, “বহু দিন আগে একবার অটোতে একটা ছেলে বিরক্ত করছিল। পাল্টা দু’ঘা দিতেই...।”
ভিক্টোরিয়া মেমোরিয়ালে মেরি কম। শুক্রবার। ছবি: উৎপল সরকার
কিন্তু সবাই তো মেরি কম নন। তা হলে? প্রশ্ন শুনে প্রথমে চোয়াল শক্ত করলেন পাঁচ ফুট দু’ইঞ্চির বক্সার। চোখে স্থির দৃষ্টি। তারপর বললেন, “নিয়ম করে বাবা-মায়েরা মেয়েদের খেলতে পাঠান। প্রয়োজনে মার্শাল আর্ট প্রশিক্ষণ।” সঙ্গে পুরুষদের চিত্তশুদ্ধির জন্য প্রিয়াঙ্কা চোপড়ার ‘বক্সিং ম্যাম’-এর দাওয়াই, “স্বামী বিবেকানন্দ কবে বলেছেন, মহিলাদের সম্মান না করলে জাতির পতন ঘনিয়ে আসবেই। পুরুষরা স্বামীজির বাণী মাথায় ঢুকিয়ে চরিত্র গঠন করুন। সমস্যা অনেকটা কমবে।”
আর রাম সিংহের মতো দিল্লির যে ধর্ষকরা দামিনীর প্রাণ নিয়ে নিল তাঁদের কী হবে? প্রশ্ন শুনে হলুদ সালোয়ারের ওপর সাদা ওভারকোট গায়ে চাপানো বক্সারের চোখে আচমকাই হাজির বক্সিং রিংয়ের সেই হাড় হিম করা খুনে দৃষ্টি। মেরি কমের চটজলদি উত্তর, “গোটা দেশ তো ওদের ফাঁসিই চাইছে। সেটাই দরকার।”
দেশের সামাজিক অধঃপতনের সঙ্গে অন্য আশঙ্কাও রয়েছে মেরির। তা হল, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে ভারতের নির্বাসন। যদিও লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জজয়ী আশাবাদী, রিও অলিম্পিকের আগে সেই নির্বাসন উঠে যাবে।
আর প্রিয়াঙ্কা চোপড়া? সঞ্জয় লীলা বনশালী প্রযোজিত ছবিতে যিনি মেরি কমের ভূমিকায় অভিনয় করবেন। তাঁকে কতটা বক্সিং শেখালেন? এতেই মুখে হাসির ঝিলিক মেরি কমের। ‘ডন’ শাহরুখের ‘জংলি বিল্লি রোমা’ প্রসঙ্গে মেরি কমের মূল্যায়ন, “মিষ্টি মেয়ে। একদিন ক্লাস নিয়েছি। মনে দিয়ে সব শুনছিল। আপাতত কী ভাবে মার আটকাতে হয় তা শিখিয়েছি। জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুতে ওকে নিয়ে বসব অ্যাটাক শেখাতে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.