অনুমতি না নিয়ে অন্যের জমিতে পুজো, অনুষ্ঠান বা ক্রীড়া প্রতিযোগিতা করা চলবে না দমদম থানাকে এ কথা জানিয়ে এক তৃণমূল নেতার আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই নেতা দক্ষিণ দমদম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক। আজ, শনিবার থেকে দু’দিনের ওই অনুষ্ঠান হওয়ার কথা। শুক্রবার হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এক নির্দেশে জানিয়ে দেন, জমির মালিকের অনুমতি ছাড়া সেখানে কোনও খেলা বা অনুষ্ঠান করা যাবে না। এই নির্দেশ যাতে পালিত হয়, পুলিশকে তা নিশ্চিত করতে হবে।
দমদমের গোরক্ষবাসী রোডের ওই ২৫ কাঠা জমির মালিক ‘আত্রেয়ী নির্মাণ প্রাইভেট লিমিটেড’ নামে এক বেসরকারি সংস্থা। কলকাতা হাইকোর্টে মামলা করে তারা জানায়, জমির মালিক তারা। কিন্তু বার বার জোর খাটিয়ে ওই জমিতে বিভিন্ন পুজো ও অনুষ্ঠান ও খেলার আসর বসে। ওই সংস্থার আইনজীবী প্রদ্যুম্ন সিংহ বলেন, এই জমির যে এক জন মালিক রয়েছেন, তা মানতেই চাইছেন না উদ্যোক্তারা। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল প্রবীর পালও এই উদ্যোক্তাদের মধ্যে এক জন। তাঁর বিরুদ্ধেও মামলা করা হয়।
শুক্রবার এই মামলার শুনানির সময় বিচারপতি এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা দক্ষিণ দমদম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দাসকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।
বিকেল চারটের সময় সঞ্জয়বাবু হাজির হন। বিচারপতি বলেন, জমির মালিকের অনুমতি নিয়ে তাঁরা যদি টুর্নামেন্ট করেন তা হলে এ বারের মতো তিনি নির্দেশ দেবেন। তবে এই নির্দেশের বলে আর ওই জমিতে কোনও অনুষ্ঠান করা যাবে না। সঞ্জয়বাবু বলেন, তিনি জমির মালিকের অনুমতি নেবেন না। প্রয়োজনে টুর্নামেন্ট বন্ধ করে দেবেন। দমদম থানার সঙ্গে যোগাযোগ করা হলে আই সি জানান, নির্দেশটির কথা তিনি টেলিফোনে জেনেছেন। রায় দেখে ব্যবস্থা নেবেন। দক্ষিণ দমদম পুরসভার মেয়র ইন কাউন্সিল প্রবীর পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মহামান্য আদালতের নির্দেশ অবশ্যই পালন করা হবে। নির্দেশ ভাল ভাবে জেনে দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। |