কড়েয়ার প্রতিবাদী যুবক আমিনুল ইসলামের আত্মহত্যার ঘটনাকে সামনে রেখে এ বার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে কংগ্রেস। পুলিশ আমিনুলের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাঁকে আত্মহননের পথে ঠেলে দিয়েছে বলে শুক্রবার অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তিনি বলেন, “দু-একদিনের মধ্যে কংগ্রেস রাস্তায় নেমে আমিনুলের ঘটনা নিয়ে আন্দোলন করবে। কারণ, সরকার তাঁর পরিবারের সদস্যদের নানা ভাবে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখার চেষ্টা করছে। এটা কংগ্রেস মেনে নেবে না।” প্রসঙ্গত, বালির পরিবেশ কর্মী ও তৃণমূল নেতা তপন দত্তের খুনের পর তাঁর স্ত্রী প্রতিমা দত্তও বিচার না পেয়ে সম্প্রতি প্রদেশ কংগ্রেস নেতাদের দ্বারস্থ হয়েছিলেন।
এলাকার এক নাবালিকার ধর্ষণকারীকে গ্রেফতার করার জন্য কড়েয়া থানায় অভিযোগ জানান আমিনুল। তাঁর পরিবারের অভিযোগ, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার না করে আমিনুলের বিরুদ্ধেই ডাকাতির মামলা করে। আত্মগ্লানিতে আমিনুল আত্মহত্যা করেন। এ দিনই আমিনুলের বাবা ইজহারুল ইসলাম, মা শাহনাজ ইজহার-সহ পরিবারের সদস্যরা প্রদেশ কংগ্রেস দফতরে গিয়ে প্রদীপবাবুর সঙ্গে দেখা করেন। তাঁরা অভিযোগ করেন, পুলিশ অভিযুক্তদের ধরে জামিনে ছেড়ে দিয়েছে এবং তদন্তের নামে পুলিশ তাঁদের বিরক্ত করছে।
প্রদীপবাবু বলেন, “আমরা এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সিবিআই ঠতদন্ত চেয়েছি। কিন্তু সরকার আমাদের দাবিতে কর্ণপাত করেনি। উল্টে পুলিশ ওই পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করছে। আমরা সরকারকে বুঝিয়ে দিতে চাই, আমিনুলের পরিবার একা নয়। তাঁদের পাশে কংগ্রেস আছে।”
আমিনুলের বাবা দাবি করেন, “আমরা দিল্লির ঘটনার মতো আমাদের ছেলের ঘটনার বিচার ফাস্ট ট্রাক কোর্টে বিচার হোক। যে পুলিশদের জন্য আমার ছেলে আত্মহত্যার পথ বেছে নিল সেই পুলিশদের শাস্তি হোক।” প্রদীপবাবু জানান, কবে, কী ভাবে তাঁরা আন্দোলন করবেন তা নিয়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভানেত্রী মালা রায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। |