শেয়ার বাড়ল ১৭%
প্রত্যাশা ছাপিয়ে ভাল ফল ইনফোসিসের
ত্রুর মুখে ছাই দিয়ে আশাতিরিক্ত ভাল আর্থিক ফলাফল করল ইনফোসিস।
অবশ্য এই আর্থিক ফলের বিচার সংখ্যার ভিত্তিতে যত না করা হচ্ছে, তার থেকেও বেশি সংস্থার উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিতের দিকে তাকিয়েই। এর আগে সংস্থা কর্তৃপক্ষের মন্তব্যের ভিত্তিতে বাজারে চলতি অর্থবর্ষে ইনফোসিসের ফল নিয়ে হতাশা সৃষ্টি হয়েছিল। তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফল সেই হতাশাই কাটাতে সমর্থ হয়েছে। আর এর জেরেই এ দিন তথ্যপ্রযুক্তি সংস্থাটির শেয়ার দর এক লাফে বেড়েছে ১৭ শতাংশেরও বেশি। বাজারে তাদের শেয়ার মূল্য এক দিনে ২২,৫২৪ কোটি টাকা বেড়ে হয়েছে ১,৫৫,৭৬৬ কোটি টাকা, যা রেকর্ড।
অর্থবর্ষের গোড়ায় কর্তৃপক্ষ জানিয়েছিলেন, আয় বাড়বে ৮-১০%। কিন্তু পরে আন্তর্জাতিক মন্দার কথা মাথায় রেখে তা কমিয়ে করা হয় ৫%। এই পূর্বাভাসই বাজারে ইনফোসিস সম্পর্কে হতাশা সৃষ্টি করে। তৃতীয় ত্রৈমাসিকে দেখা যায় অপ্রত্যাশিত ভাবেই ইনফোসিসের আয় আগের বারের থেকে ১২.১% বেড়ে দাঁড়িয়েছে ১০,৪২৪ কোটি টাকা। তবে নিট মুনাফা অবশ্য আগের বারের ২৩৭২ কোটি থেকে সামান্য কমে হয়েছে ২৩৬৯ কোটি টাকা। কিন্তু বাজারকে যা উৎসাহিত করেছে তা হল, তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল দেখে ইনফোসিস জানিয়েছে, ২০১২-’১৩ আর্থিক বছরে তাদের মোট আয় হবে ৭৪৫ কোটি ডলার বা প্রায় ৪১ হাজার কোটি টাকা। আগে বলা হয়েছিল আয় হবে ৭৩৪ ডলার।
বাজার বিশেষজ্ঞ অজিত দে অবশ্য বলেন, “আমেরিকা এবং ইউরোপ নিয়ে এখনও সংশয় কাটেনি। তাই অন্তত আগামী দুই ত্রৈমাসিকের ফল না-দেখে ইনফোসিসের আয় নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা ঠিক হবে না।”
তবে ইনফোসিসের এই অপ্রত্যাশিত আর্থিক ফলাফল কিন্তু শেষ পর্যন্ত শেয়ার বাজারকে ধরে রাখতে পারেনি। শিল্পোৎপাদন ০.১% পড়ার পাশাপাশি রফতানি কমার খবরে সেনসেক্স আগের দিনের থেকে মাত্র ০.০৯ পয়েন্ট বেড়ে থিতু হয় ১৯,৬৬৩.৬৪ অঙ্কে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.