সরকারি নিয়ম মেনেই উত্তর দিনাজপুর জেলা কৃষি দফতরে কর্মী নিয়োগ করা হয়েছে বলে দাবি করলেন রাজ্যের কৃষি ও শিশু কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। রবিবার রায়গঞ্জের সুর্যোদয় মূক ও বধির হোম পরিদর্শন করার পরে তিনি বলেন, “বিভিন্ন রাজনৈতিক দলের তরফে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বদনাম রটিয়ে রাজনৈতিক ফায়দা লুটতেই নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন করা হচ্ছে। সরকারি যাবতীয় নিয়ম মেনে কৃষি দফতরে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে।” তবে কবে ওই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ও কবে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছিল সেই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি তিনি। রাজ্য কৃষি দফতরের ডিরেক্টরের নির্দেশে গত ১ জানুয়ারি জেলার ১৪ জনকে চুক্তির ভিত্তিতে চতুর্থ শ্রেণির কর্মী পদে নিয়োগপত্র দেন জেলার উপ কৃষি অধিকর্তা শিবপ্রসাদ রায়। বিষয়টি জানাজানি হতেই নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামে যুব কংগ্রেস ও ডিওয়াইএফ। রায়গঞ্জ লোকসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি মানসকুমার ঘোষের অভিযোগ, “তৃণমূল ঘনিষ্ঠদেরই চাকরি পাইয়ে দিতে দুর্নীতি হয়েছে।” ডিওয়াইএফের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য প্রাণেশ সরকার জানান, নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে মামলা করা হবে। বেচারামবাবু সূর্যোদয় হোমের পরিকাঠামোর উন্নয়নে একাধিক আশ্বাস দেন।
|
শহর ও সংলগ্ন এলাকায় খাস জমি না মেলায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে পারছে না ইসলামপুর পুরসভা। সমস্যার সমাধানে অবশেষে নিজেরা জমি কিনতে উদ্যোগী হলেও দাম মেটাতে গিয়ে বিপাকে পুর কর্তৃপক্ষ। পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “ডাম্পিং গ্রাউন্ডের জন্য শহরের বাইরে ১০ বিঘা জমির প্রয়োজন রয়েছে। সেই জমি না পাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। তবে ৮ বিঘা জমির সন্ধান মিলেছে। সেটা চড়া দামে কিনতে হচ্ছে।” ৮ বিঘা জমির দাম ঠিক হয়েছে প্রায় ২৮ লক্ষ টাকা। অগ্রিম ৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা ৬ মাসের মধ্যে দিতে হিমসিম খাচ্ছে পুরসভা। বিষয়টি সরকারকে জানানো হয়েছে। তাঁরা জানান, শহরে সতীপুকুর এলাকায় ৫ কাঠা জমিতে ছোট একটি ডাম্পিং গ্রাউন্ড রয়েছে। সেটি আয়তনে এতটাই ছোট যে সেখানে বেশিদিন জঞ্জাল ফেলা সম্ভব নয়। ওই কারণে শহর ও সংলগ্ন এলাকায় জমির খোঁজ করা হয়। কিন্তু খাস জমি না মেলায় জটিলতার সৃষ্টি হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন ১০ কুইন্টালের বেশি আবর্জনা জমা হয় ইসলামপুর শহরে। সেটা ফেলার জন্য একটি ট্রাক্টর, ৩টি ট্রাক ও ২০টি ভ্যান কাজ করে। পুর এলাকায় জঞ্জাল ফেলার কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে। সে সবই ভরে গিয়েছে। ওই কারণে পুরসভার পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কবে জমি কেনার জন্য বাকি ২৫ লক্ষ টাকা জোগাড় করতে পারবে পুরসভা তা নিয়েই এখন সংশয় দেখা দিয়েছে।
|
লস্করপুরে বিএসএফের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে জানাবেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শনিবার হিলি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর সময় এ কথা জানান প্রদেশ সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র। তিনি বলেছেন, “লস্করপুরের ঘটনা ও বিএসএফের ভূমিকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে জানানো হবে।” গত বুধবার লস্করপুর সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যুর পরে ২৪ ঘন্টার বন্ধের ডাক দেয় কংগ্রেস। শুরু হয় পথ অবরোধ ও ঘেরাও বিক্ষোভ। ১৬ আদিবাসীকে গ্রেফতারের প্রতিবাদে এবং হিলির ব্লক সভাপতির নামে মিথ্যা মামলা তোলার দাবিতে কংগ্রেসের কর্মীরা হিলি থানা ঘিরে বিক্ষোভ দেখান। থানার গেট অবরুদ্ধ করে ৩টা থেকে রাত ৭টা বিক্ষোভ চলে। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “বিএসএফের তরফে কংগ্রেস নেতার নামে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত করা হচ্ছে।”
|
আদিবাসী মহিলার জমি দখলের চেষ্টায় হামলা ও তাঁকে জুতোপেটা করার অভিযোগের মামলায় অভিযুক্ত দক্ষিণ দিনাজপুরের আরএসপি নেতা তথা জেলাপরিষদের কর্মাধ্যক্ষ জিল্লুর রহমানকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। শনিবার বালুরঘাট আদালতে জিল্লুর ও অপর অভিযুক্ত আরএসপি নেতা আমিনুর সরকার আত্মসমর্পণ করেন। সিজেএম কোর্টের বিচারক সুজয় বল তাঁদের জামিনের আবেদন নাকচ করে সাত দিনের জেল হাজতের নির্দেশ দেন। অভিযুক্তদের পক্ষ থেকে আইনজীবী অরিন্দম চট্টোপাধ্যায় এ বিষয় বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় জিল্লুর রহমানকে ফাঁসানো হয়েছে।” |