টুকরো খবর
তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, ধৃত যুবক
সিসিটিভির সূত্র ধরে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ কাণ্ডে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম মহম্মদ ইমতিয়াজ আনসারি। বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, গত ৯ ডিসেম্বর ৬ নম্বর ইউনিটের টাবো জেনারেটরের জ্বালানির পাইপ লাইনে বিস্ফোরণ ঘটে। তদন্তে নেমে বিদ্যুৎ কর্তৃপক্ষ দেখেন, তেলের পাইপ লাইনের একটি যন্ত্রাংশে গণ্ডগোলের জন্য জ্বালানি ও হাউড্রোজেন গ্যাস বের হওয়ায় মৃদু বিস্ফোরণ হয়। ঘটনার দিনই রাজ্য বিধানসভার (বিদ্যুৎ) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কে পি সিংহ দেও বিষয়টি বিদ্যুৎ মন্ত্রী মণীশ গুপ্তকে জানান। এর পরেই মন্ত্রীর হস্তক্ষেপেই তদন্তে নামে সিআইডি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন বিস্ফোরণের আগে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে, যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে এক ব্যক্তি গিয়েছিলেন। কিছু ক্ষণ পরে তাঁকে সেখান থেকেই বেরিয়ে আসতে দেখা যায়। রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় জানান, জেলা পুলিশ ও সিআইডির যৌথ অভিযানে শনিবার সাঁওতালডিহির কাঁকিবাজার এলাকা থেকে ওই যুবককে ধরা হয়। ওই যুবক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে তাঁর বাবার মাটি কাটার যন্ত্র চালাতেন। তাঁর কাছে কেন্দ্রের ভিতরে ঢোকার পাস রয়েছে, যদিও সেটি পুরনো। সেই পাস ভিতরে ঢোকার জন্য ব্যবহৃত হয়েছিল কি না দেখা হচ্ছে। রবিবার সিআইডি ধৃতকে আদালতে তুললে তাঁর ১২ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

মারধরের অভিযোগ
টাকা চাইতে এসে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বিমল মাহাতো নামে ওই ব্যক্তির বাড়ি কেন্দার সিদপুর গ্রামে। পুরুলিয়া ১ ব্লকের মানাড়া পঞ্চায়েতের সিদপুর গ্রামে একশো দিন প্রকল্পে একটি পুকুর সংস্কারের কাজ চলছে। গত শুক্রবার পঞ্চায়েত অফিসে এসে বিমলবাবু অবিলম্বে তাঁর বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবি করেন। নির্মাণ সহায়ক কৌশিক সরকার বলেন, “এটা মডেল পুকুরের কাজ। পুকুর খনন ও রাস্তার কাজ এক সঙ্গেই করা হচ্ছিল। তাই মাটি ফেলার জন্য কিছু ক্ষেত্রে যানবাহনের সাহায্য নেওয়া হয়েছিল। সেই গাড়ির ভাড়া বাবদ উনি অর্থ দাবি করেছিলেন। কিন্তু তাঁর কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। তাই এ ভাবে টাকা দেওয়া সম্ভব নয় বলে তাঁকে বলি।” তাঁর অভিযোগ, “কিন্তু উনি আমার কাছে এসে একটি চেয়ার তুলে আমাকে মারেন। কাঁধে ও মাথায় চোট লাগে।” পুরুলিয়া ১ ব্লকের বিডিও মৌসুমী পাত্র বলেন, “ওই নির্মাণ সহায়ককে অফিসের ভিতরে মারধরের অভিযোগ লিখিত ভাবে থানায় জানিয়েছিলাম।” মানাড়া পঞ্চায়েতের সিপিএম প্রধান কৃষ্ণপদ মাহাতো বলেন, “ওই দিন আমি পঞ্চায়েতে ছিলাম না। পরে শুনেছি এরকম মারধরের একটি ঘটনা ঘটেছে। এটা নিয়ে আমি আর কী বলব।”

দুর্ঘটনায় মৃত দুই
শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ট্রাক্টরের ধাক্কায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে পুঞ্চা-মানবাজার রাস্তায়। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম ভূদেব টুডু (৫০)। বাড়ি পুঞ্চা থানার বান্দুলাট গ্রামে। অন্য দিকে, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নটবর কুমার (৫১)। তিনি বলরামপুরের বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটে আদ্রা-চাণ্ডিল শাখার বলরামপুর স্টেশনের কাছে।

সচেতনতা শিবির
প্রাকৃতিক সম্পদ এবং সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণের বিষয়কে সামনে রেখে জাতীয় সেবা প্রকল্প পাঠক্রমের সাত দিনের বিশেষ শিবির হচ্ছে কাশীপুর মাইকেল মধুসূদন দত্ত কলেজে। গত ২ জানুয়ারি এই শিবির শুরু হয়েছিল। তাতে ১০০ জন ছাত্রছাত্রী এলাকার মানুষকে সচেতন করে শিবিরে যোগ দেন।

বইমেলা
—নিজস্ব চিত্র।
রবিবার বিকেলে রঘুনাথপুরের এ-টিম গ্রাউন্ডে শুরু হল সাত দিনের ২৭তম পুরুলিয়া জেলা বইমেলা। মেলার বিভিন্ন দিনকে দেশমাতৃকা দিবস, গ্রন্থাগার দিবস, মানভূম দিবস, নীললোহিত দিবস, বিবেক দিবস— নামে চিহ্ণিত করা হয়েছে। উপস্থিত ছিলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী আত্মপ্রভানন্দ, জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি, সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শমিতা মান্না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.