টুকরো খবর |
কিশোরী ধর্ষণে ধৃত প্রতিবেশী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তারই প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ধীরেন নায়েক। বাড়ি পিংলা থানার চহতে। ঘটনাটি গত বৃহস্পতিবারের। রবিবার ওই কিশোরীর পরিবারের তরফে পুলিশে লিখিত অভিযোগ জানায়। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আজ, সোমবার ধৃতকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরী যখন বাড়িতে একা ছিল, তখনই ওই ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়ি ফিরে এসে ১৩ বছর বয়সী ওই নাবালিকার কাছে ঘটনাটি জানতে পারেন তার বাবা-মা। এলাকায় ক্ষোভ দেখা দেয়। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের বক্তব্য, ধৃত ব্যক্তি সিপিএম কর্মী। দলের পিংলা ব্লক সভাপতি গৌতম জানা বলেন, “ধৃত ব্যক্তি সিপিএম কর্মী। যে পরিবারের কিশোরীর উপর এমন অত্যাচার হয়েছে, সেই পরিবারটিও বামপন্থী। শুনেছি, একটা সমঝোতার চেষ্টা হয়েছিল। তবে ওই কিশোরীর বাবা-মা রাজি হননি। তাঁরা অভিযুক্তের শাস্তির দাবিতে সরব ছিলেন।” সিপিএমের অবশ্য বক্তব্য, এমন ঘটনা নিয়ে রাজনীতি না করাই উচিত। দলের পিংলা জোনাল কমিটির সম্পাদক নয়ন দত্ত বলেন, “কে কোন রাজনৈতিক দল করে, এমন ঘটনার ক্ষেত্রে তা দেখা হবে কেন? অভিযোগ হয়েছে। পুলিশ তদন্ত করুক। ঘটনা ঘটে তাহলে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ হবে। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।” পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পরই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।
|
ফের অশান্তি কেশপুরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএমের কর্মী-সমর্থকদের শাসানোর অভিযোগ উঠল তৃণমূলের লোকেদের বিরুদ্ধে। ঘটনার জেরে শনিবার সন্ধ্যা থেকে উত্তেজনা ছড়িয়েছে কেশপুর থানার মহিষদায়। সিপিএম সমর্থক বলে পরিচিত একজনের দোকান ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, এমন ঘটনা ঘটে। একই বক্তব্য পুলিশের। শনিবার মেদিনীপুরে ছাত্র-যুব উৎসব উপলক্ষে মেদিনীপুরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশে আসার জন্য মহিষদার বাসিন্দাদের নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের লোকেরা। গ্রামে সিপিএমের প্রভাব রয়েছে। ফলে, সে ভাবে লোকজন যাননি। এরপরই সন্ধেয় একদল তৃণমূল কর্মী-সমর্থক গ্রামে গিয়ে সিপিএম সমর্থকদের শাসায় বলে বলে অভিযোগ। মারধরের হুমকি দেওয়া হয়। অভিযোগ উড়িয়ে দিলেও একটা ঘটনা যে ঘটেছিল, তা মানছে তৃণমূলও। দলের কেশপুর ব্লক সভাপতি তপন চক্রবর্তী বলেন, “একটা গোলমাল হয়েছিল। এলাকায় উত্তেজনা ছিল। তবে এটা রাজনৈতিক ব্যাপার নয়। শুনেছি, স্থানীয়দের মধ্যে একটা গোলমাল হয়েছিল। তা থেকেই গোলমাল।” কেশপুরের সিপিএম বিধায়ক রামেশ্বর দোলুই বলেন, “তৃণমূলের লোকজন এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। সেই জন্য দলীয় কর্মী- সমর্থকদের শাসানো হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে। পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।” রবিবার বিকেলে এলাকায় এক সভা করে তৃণমূল। পুলিশ জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।
|
পরিবারের কাছে ফিরল দুই কিশোর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বাড়ি থেকে পালিয়ে ট্রেনে উঠে পড়েছিল দু’জন। ট্রেনের মধ্যে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় আরপিএফের। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, দুই নাবালকই বাড়ি থেকে পালিয়ে এসেছে। রবিবার তাদের পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হল। ১০ বছরের আকাশ ছেত্রেরিয়া ও ১২ বছরের সজ্জন এক্কা। আরপিএফের (হিজলি) ওসি তপন রায় বলেন, “পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছিল। রবিবার সকালে তাঁরা এসেছিলেন। তাঁদের হাতেই দু’জনকে তুলে দেওয়া হয়।” আরপিএফ সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি থেকে চেন্নাইগামী একটি ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে ওই দুই কিশোরকে। শনিবার দুপুরে ট্রেনটি ঝাড়খণ্ডের টাটা স্টেশন ছাড়ে। টাটা থেকেই আকাশ ও সজ্জন ট্রেনে ওঠে। তাদের কাছে নগদ কিছু টাকাও ছিল। উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছিল দু’জন। নিজেরা কথাও বলছিল। এ সব দেখে সন্দেহ হয় আরপিএফ কর্মীদের। সন্ধ্যায় দু’জনকে উদ্ধার করে হিজলি স্টেশনে নামানো হয়। জিজ্ঞাসাবাদ করে বাড়ির ঠিকানা জানা যায়। খবর দেওয়া হয় বাড়িতে। হিজলি থেকেই দু’জনকে নিয়ে যান পরিজনেরা।
|
থানায় গিয়ে বিয়ে রুখল নাবালিকা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
থানায় গিয়ে নিজের বিয়ে রুখল এক নাবালিকা। ঝাড়গ্রাম শহরের নবম শ্রেণির স্কুল পড়ুয়া বছর সতেরোর ওই ছাত্রীর বিয়ের ঠিক করেছিলেন অভিভাবকেরা। মেয়েটি রাজি ছিল না। বাড়িতে অশান্তি হচ্ছিল। মেয়েটিকে অভিভাবকেরা মারধর করছিলেন বলেও অভিযোগ। রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় মেয়েটি। বাড়ির লোকজন ঝাড়গ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করেন। দুপুরে মেয়েটি নিজেই ঝাড়গ্রাম থানায় পৌঁছে যায়। পেশায় বনকর্মী বাবা জোর করে তার বিয়ে দিতে চান বলে পুলিশে অভিযোগ জানায় সে। খবর পেয়ে থানায় যান মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা ‘সুচেতনা’র সম্পাদিকা স্বাতী দত্ত। মেয়েটির বাবা ও মাকে থানায় ডেকে পাঠান ঝাড়গ্রাম মহিলা থানার ওসি অর্পিতা সাহা। অর্পিতাদেবী ও স্বাতীদেবী বাবা-মাকে বোঝান, নাবালিয়া মেয়ের বিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ। তাঁরা লিখিত মুচলেকা দেন, যে জোর করে মেয়ের বিয়ে দেবেন না। ওকে পড়াশুনা করতে দেবেন। এরপর বাবা ও মায়ের সঙ্গে বাড়িতে ফিরে যায় ওই নাবালিকা।
|
রামনগরে শিক্ষামন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রান্নার গ্যাসে কেন্দ্রীয় সরকার ভর্তুকি তুলে দেওয়ায় মিড-ডে মিল চালু রাখতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শনিবার রামনগর রাও স্কুলের ৭৭তম প্রতিষ্ঠা দিবসে এসে প্রাক্তন ছাত্রদের ‘সংসদ’ উদ্বোধন করে শিক্ষামন্ত্রী এই অভিযোগ করেন। তিনি বলেন, “সীমিত ক্ষমতার মধ্যেও স্কুলগুলিতে মিড-ডে মিল চালু রাখার আপ্রাণ চেষ্টা করছে সরকার।” বিগত বাম সরকারের সমালোচনা করে তিনি বলেন, “বিগত সরকার শিক্ষাক্ষেত্রে পাইয়ে দেওয়ার নীতি চালু করেছিল। আমরা তার আবসান করেছি।’’ শিক্ষক সমাজকে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘‘ছাত্রছাত্রীদের নিজের সন্তানের মত পড়াবেন, যাতে তারা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে।’’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি, প্রধান শিক্ষক দীপক পট্টনায়ক, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি, মহকুমাশাসক সুমিত গুপ্ত, রামনগর ১ ও ২ ব্লক উন্নয়ন আধিকারিক তমোজিৎ চক্রবর্তী ও সুকান্ত সাহা।
|
বিবাদে জখম তিন
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে জড়ালেন এক পরিবারের জ্ঞাতি-সদস্যরা। শনিবার সন্ধ্যায় গোয়ালতোড়ের পাথরপাড়ার এই ঘটনায় তিন জন জখম হয়েছেন। পুলিশ সূত্রের খবর, গোবিন্দ দাস সর্ষের জমিতে সেচ দেওয়ার সময় পরিবারেরই অন্য সদস্য জিতেন দাস, তপন দাসেরা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। তাতেই গুরুতর আহত হন চিত্তরঞ্জন দাস। তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাঁর মাথায়, কানে ও শরীরের নানা জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। বাকি দু’জনকে গোয়ালতোড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ করেছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে।
|
নকআউট ফুটবল
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
নক আউট ফুটবল টুর্নামেন্ট হল ঘাটাল শহরের অরবিন্দ স্টেডিয়ামে। শনিবার এর উদ্বোধন করেন ঘাটালের বিডিও দেবব্রত রায়। উপস্থিত ছিলেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান জগন্নাথ গোস্বামী, ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। প্রতিযোগতায় সাগরপুর অ্যাথলেটিক, মূলগ্রাম সবুজ সঙ্ঘ, ঘাটাল ওয়ান স্টার ও কৃষ্ণনগর টাউন ক্লাব যোগ দেয়। ফাইনাল খেলায় মূলগ্রামকে হারিয়ে সাগরপুর ১-০ গোলে বিজয়ী হয়। উদ্যোক্তাদের পক্ষে মহম্মদ ইলিয়াস বলেন, “গত ১৩ বছর ধরে দিন-রাত্রির এই প্রতিযোগিতা হচ্ছে। এ বার খেলা দেখতে প্রায় হাজার দশেক দর্শক উপস্থিত ছিলেন। ”
|
কৃতী সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
জেলার কৃতীদের সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেস শিক্ষা সেল। রবিবার তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার সমস্ত ব্লক ও পুরসভার এ বছর মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষায় সফল ১৫২ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী, ভগবানপুরের বিধায়ক অর্ধেন্দু মাইতি, জেলা প্রমুখ। |
|