|
|
|
|
ফের অশান্তি কেশপুরে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএমের কর্মী-সমর্থকদের শাসানোর অভিযোগ উঠল তৃণমূলের লোকেদের বিরুদ্ধে। ঘটনার জেরে শনিবার সন্ধ্যা থেকে উত্তেজনা ছড়িয়েছে কেশপুর থানার মহিষদায়। সিপিএম সমর্থক বলে পরিচিত একজনের দোকান ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, এমন ঘটনা ঘটে। একই বক্তব্য পুলিশের।
শনিবার মেদিনীপুরে ছাত্র-যুব উৎসব উপলক্ষে মেদিনীপুরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশে আসার জন্য মহিষদার বাসিন্দাদের নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের লোকেরা। গ্রামে সিপিএমের প্রভাব রয়েছে। ফলে, সে ভাবে লোকজন যাননি। এরপরই সন্ধেয় একদল তৃণমূল কর্মী-সমর্থক গ্রামে গিয়ে সিপিএম সমর্থকদের শাসায় বলে বলে অভিযোগ। মারধরের হুমকি দেওয়া হয়। অভিযোগ উড়িয়ে দিলেও একটা ঘটনা যে ঘটেছিল, তা মানছে তৃণমূলও। দলের কেশপুর ব্লক সভাপতি তপন চক্রবর্তী বলেন, “একটা গোলমাল হয়েছিল। এলাকায় উত্তেজনা ছিল। তবে এটা রাজনৈতিক ব্যাপার নয়। শুনেছি, স্থানীয়দের মধ্যে একটা গোলমাল হয়েছিল। তা থেকেই গোলমাল।”
কেশপুরের সিপিএম বিধায়ক রামেশ্বর দোলুই বলেন, “তৃণমূলের লোকজন এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। সেই জন্য দলীয় কর্মী- সমর্থকদের শাসানো হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে। পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।” রবিবার বিকেলে এলাকায় এক সভা করে তৃণমূল। পুলিশ জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। |
|
|
|
|
|