টুকরো খবর
কুৎসার জবাব দিতে কলেজ গেটে সভা করবে টিএমসিপি
তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটগুলোর সভাপতিদের নিয়ে বৈঠক করলেন সংগঠনের নতুন জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি। রবিবার দুপুরে যুব তৃণমূল কংগ্রেসের শহর কার্যালয়ে ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, পুরপ্রধান প্রণব বসু প্রমুখ। মেদিনীপুর সফরে এসে সার্কিট হাউস চত্বরে শুক্রবার রাতে নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, নেতা-কর্মীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। ওই বৈঠক থেকেই নেত্রী আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেন। দলের ছাত্র সংগঠনেও রদবদল করেন মমতা। টিএমসিপির জেলা সভাপতি ছিলেন লোকেশ কর এবং জেলা চেয়ারম্যান ছিলেন রমাপ্রসাদ গিরি। রমাপ্রসাদবাবুকে ছাত্র সংগঠনের জেলা সভাপতি ও লোকেশবাবুকে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক করা হয়েছে। রমাপ্রসাদবাবু বৈঠকে প্রতিটি কলেজে সংগঠনের নতুন ইউনিট গঠন করার নির্দেশ দেন। সিদ্ধান্ত হয়, এসএফআইয়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে কলেজ গেটে সভা হবে। রাজ্য সরকারের বিরুদ্ধে যে কুৎসা ও অপপ্রচার চলছে, সভা থেকে তার জবাব দেওয়া হবে। ইউনিটগুলো যাতে নেতাজির জন্মদিবস এবং প্রজাতন্ত্র দিবস পালন করে, তারও নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে টিএমসিপির জেলা সভাপতি বলেন, “মূলত, কলেজ ইউনিটগুলোর সভাপতিদের নিয়েই বৈঠক হয়েছে। তবে বিভিন্ন কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এবং সংগঠনের বেশ কয়েকটি ব্লকের সভাপতিরা বৈঠকে উপস্থিত ছিলেন।”

জেলা যুব সংসদ
যুব সংসদ প্রতিযোগিতা, মেদিনীপুর কলেজে
শুরু হল দু’দিনের পশ্চিম মেদিনীপুর জেলা যুব সংসদ ও প্রশ্নোত্তোর প্রতিযোগিতা। মেদিনীপুর কলেজ ক্যাম্পাসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই উপলক্ষে রবিবার সকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, শ্রীকান্ত মাহাতো, পুরপ্রধান প্রণব বসু প্রমুখ। প্রতিযোগিতা চলবে মঙ্গলবার পর্যন্ত। বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড় জানান, ৭০টি স্কুলের ছাত্রছাত্রীরা প্রশ্নোত্তোর এবং ৩৭টি স্কুলের ছাত্রছাত্রীরা যুব সংসদ প্রতিযোগিতায় যোগ দেবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রায় সকলেই রাজনীতিকদের ভাষা ব্যবহারের উপর সংযত থাকা উচিত বলে মন্তব্য করেন। তাঁদের বক্তব্য, আজ যে সব স্কুল ছাত্রছাত্রী সংসদ প্রতিযোগিতায় যোগ দেবে, তাদের একাংশই আগামি দিনে রাজনীতিতে আসবেন। দেশ গড়ার কাজ করবেন। তাই এখন থেকেই তাদের ভাষা ব্যবহারের দিকে নজর দিতে হবে। মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু বলেন, “কিছু জনপ্রতিনিধি নিম্নমানের ভাষা ব্যবহার করছেন। যা অনুচিত। ভাষা ব্যবহারের ক্ষেত্রে সকলের সংযত থাকা উচিত।”

ভোটার দিবস
জাতীয় ভোটার দিবস উপলক্ষে পোস্টার লেখা এবং ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মেদিনীপুরে। রবিবার জেলা পরিষদের ক্ষুদিরাম পরিকল্পনা ভবনের সভাঘরে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত। প্রতি বছর ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এ বারও তা পালন করা হবে পশ্চিম মেদিনীপুরে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.