রবিরঞ্জনবাবু বলেন, “১০০ দিনের কাজে রাজ্যে প্রথম হয়েছে বর্ধমান। সাধারণ মানুষ প্রচুর কাজ পেয়েছে বলেই এটা সম্ভব হয়েছে।” রাজ্য সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচির প্রশংসা করলেও পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের সতর্ক করে স্বপনবাবু বলেন, ‘‘ডিসেম্বরের মধ্যে শিল্পীদের পরিচয়পত্র পাওয়ার আবেদন জমা পড়ে যাওয়ার কথা ছিল। খোঁজ নিয়ে দেখেছি জেলার গ্রামে-গঞ্জে এখনও বহু শিল্পীর এই আবেদনপত্র জমা পড়েনি। বহু নেতাই এ ব্যাপারে সঠিক ভূমিকা নিতে পারেনি।” তাঁর প্রতিশ্রুতি, আদিবাসী পড়ুয়াদের জন্য মহকুমায় চারটি হস্টেল বানানো হবে। কালনা পুরনো বাসস্ট্যান্ড এলাকায় একটি ‘আরবান হাট’ তৈরির পরিকল্পনাও রয়েছে। মন্ত্রীর জানান, সম্মেলনে যেসব ব্লক-সভাপতিরা উপস্থিত থাকেননি তাদের ‘শো-কজ’ করা হবে। |