টুকরো খবর
তৃণমূল অফিসে হামলার নালিশ
তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানো ও বোমাবাজির অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। শ্যামলা পঞ্চায়েত এলাকার ফরফরি গ্রামে শনিবার রাতে ঘটনাটি ঘটে। তৃণমূলের জামুড়িয়া ব্লক ২ কমিটির নেতা সিদ্ধার্থ রানা জানান, শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ তাঁদের দলীয় কর্মীরা কার্যালয় বন্ধ করে বাড়ি চলে যান। তাঁর দাবি, এরপরেই তাঁদের দলীয় কর্মী অনন্ত পান দেখেন, সিপিএমের নির্মল ঘোষ, শ্যামল বাউড়িদের নেতৃত্বে তাঁদের কার্যালয়ের দরজায় বোমা ছোড়া হচ্ছে। বোমার আঘাতে দরজায় একটি বড় গর্ত হয়ে গিয়েছে। সিদ্ধার্থবাবুর অভিযোগ, অবাধে ভাঙচুর চালিয়ে ফিরে যায় সিপিএম কর্মীরা। ঘটনাস্থল থেকে দু’টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। অনন্তবাবু জানান, তিনি পান্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মাফিয়া খুনে আজ সম্পত্তি বাজেয়াপ্ত
আদালতের নির্দেশ মতো কয়লা মাফিয়া শেখ সেলিম খুনে অভিযুক্ত ৬ জনের সম্পত্তি আজ সোমবার বাজেয়াপ্ত করা হবে বলে জানালেন আসানসোল দুর্গাপুরের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব। তিনি জানান, ১৭০ জন পুলিশ কর্মী অভিযানে অংশ নেবেন। তাঁদের মধ্যে ২০ জন মহিলা পুলিশকর্মীও থাকবেন। গত ২৫ অক্টোবর খুন হন শেখ সেলিম। ঘটনায় জড়িত সন্দেহে এক তৃণমূল নেতা-সহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু বাকি ৬ জন, শেখ সফিকুল, শেখ জিয়াউল, শেখ সাজাহান, শেখ ভোম্বল, শেখ লালটু ও শেখ বুবনে এখনও অধরা। ১ জানুয়ারি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত। ৩ জানুয়ারি মাইকে প্রচারের সঙ্গে সঙ্গে কৈলাসপুর এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার দেয় পুলিশ। পোস্টারে তিন দিনের সময়সীমার কথা উল্লেখ করা হয়। রবিবার এডিসিপি (পূর্ব) জানান, সোমবার আদালতের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেবে পুলিশ।

শ্রমিক বিক্ষোভ দুই খনিতে
বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে শুক্রবার উৎপাদন বন্ধ রেখে প্রায় তিন ঘণ্টা ধরে শ্রমিক বিক্ষোভ চলল ইসিএলের মিঠানি এবং ধেমোমেন কোলিয়ারিতে। সিটু, আইএনটিইউসি-সহ প্রায় পাঁচটি শ্রমিক সংগঠন এ দিন সকাল সাড়ে আটটা থেকে বিক্ষোভ শুরু করে মিঠানি কোলিয়ারিতে। তাঁদের অভিযোগ, কর্মরত এক শ্রমিককে অন্যায়ভাবে তাঁর নির্দিষ্ট পদ থেকে সরিয়ে অন্য পদে নিয়োগ করা হয়েছে। আধিকারিকদের কাছ থেকে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পেয়ে দুপুর ১২টা নাগাদ বিক্ষোভ তুলে নেন শ্রমিক কর্মীরা। খনি কর্তৃপক্ষের তরফে এ’বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। অন্য দিকে, পরিস্রুত পানীয় জল সরবরাহের দাবিতে শুক্রবার ফের ইসিএলের ধেমোমেন কোলিয়ারিতে বিক্ষোভ দেখান শ্রমিক কর্মীরা। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণে তাঁরা প্রায় নয়দিন ধরে পরিস্রুত পানীয় জল পাচ্ছেন না। কর্তৃপক্ষের তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

কয়লা পাচার নিয়ে সরব কেকেএসসি
কর্তৃপক্ষের একাংশের মদতেই কয়লা পাচার হয়েছে, এই অভিযোগে প্রতিকারের দাবিতে ইসিএলের কুনস্তরিয়া এরিয়ায় পাঁচটি কয়লার ডিপোতে পরিবহণ বন্ধ করে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ দেখাচ্ছে কেকেএসসি। তাদের বক্তব্য, এখন আর্থিক বর্ষের শেষ সময়ে ওই চুরি হওয়া কয়লার হিসেব মাটি ও পাথর মিলিয়ে মেলাতে চাইছেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানান, আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করার চেষ্টা চলছে।

আলোচনাচক্র
ইনমসা (ইন্ডিয়ান ন্যাশনাল মাইনস অফিসিয়াল অ্যান্ড সুপারভাইজরি স্টাফ অ্যাসোসিয়েশন) উদ্যোগে সুরক্ষা বিষয়ক একটি আলোচনাচক্র আয়োজিত হল সাতগ্রাম এরিয়ার বেনালি ভিটি সেন্টারে। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক পিএন মিশ্র, ইসিএলের জিএম সেফটি বিকে শ্রীবাস্তব প্রমুখ। তাঁদের বক্তব্য, কর্মসংস্কৃতি সচেতনতা বাড়ায়। তাতে উৎপাদন বাড়ে। সুরক্ষা সচেতনতাও বাড়ে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.