খেলার টুকরো খবর |
|
রাজনন্দিনী কাপ জিতল প্রগতি ক্লাব
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান মালিরবাগানের মাঠে আয়োজিত রাজনন্দিনী কাপ জিতল কলকাতার প্রগতি। তারা ফাইনালে বর্ধমানের গোয়েঙ্কা স্পোটিঁং ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে গোয়েঙ্কা করে চার উইকেটে ৯১। প্রগতি দু’উইকেটে রান তুলে নেয়। ম্যাচের সেরা বিজয়ী দলের সৌগত মান্না। প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের অভিষেক ওরফে টুবুল। সেরা বোলার পিন্টু শর্মা, সেরা ব্যাটসম্যান ভিকি সিংহ, সেরা উইকেটরক্ষক বিট্টু সিংহ। প্রতিযোগিতা উপলক্ষে সেরা ক্রীড়াপ্রেমী হিসেবে রাজ্য জুড়ে সমস্ত ধরনের খেলা নিজের পকেটের টাকা খরচ করে গিয়ে দেখে বেড়ানো প্রতিবন্ধী দর্শক মিনুদ্দিন মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
|
কালনায় সুপার সকার কাপ
নিজস্ব সংবাদদাতা • কালনা |
|
কালনায় শুরু হল সুপার সকার কাপ। ছবি: কেদারনাথ ভট্টাচার্য। |
কালনা শহরের অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে সুপার সকার কাপের উদ্বোধন হল রবিবার। উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প, ভূমি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান নিখিল নন্দী। তিনি বলেন, “এবার দেশে বাছাই বারোটি অনূধ্বর্র্ ১৯ অ্যাকাডেমি নিয়ে টুর্নামেন্ট হচ্ছে। আমার নিজের দু’টো অ্যাকাডেমি রয়েছে। কয়েকদিন আগে জানলে আমার অ্যাকাডেমিও এখানে খেলত। আশা করছি এই টুর্নামেন্টে এমন কয়েকজন নজর কাড়বে, যারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ হবে।” উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, সোমবার অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে ইস্টবেঙ্গল এবং কালনা সুপার সকার ক্লাব মুখোমুখি হবে। আটঘোড়িয়ার মাঠে প্রয়াগ ইউনাইটেড জি গ্রুপের মুখোমুখি হবে। সমুদ্রগড় মাঠে মহমেডান স্পোর্টিং এবং বোকারো স্টিল মুখোমুখি হবে। স্বপনবাবু এ দিন কালনাবাসীকে উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে আবেদন করেন।
|
জিতল মেমারি
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
শীতের রোদ গায়ে মেখে নানান ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে জেলা জুড়ে। রবিবার আরামবাগ বিদ্যুৎ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল ছ’টি দলের মধ্যে একদিনের ফুটবল প্রতিযোগিতা। ফাইনালে বর্ধমানের মেমারি আদিবাসী অ্যাকাডেমি ২-০ গোলে বাঁকুড়ার চাকনি এম এম একাদশকে পরাজিত করে। গোল দু’টি করেন শিবনাথ মান্ডি। ম্যাচ ও প্রতিযোগিতার সেরাও হয়েছেন তিনি। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক স্বরূপ দাস, বিধায়ক দিলীপ যাদব প্রমুখ।
|
জিতল অগ্রতী সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জামগ্রাম শিবতলা মাঠে ক্রিকেট প্রতিযোগিতায় রবিবার জিতল গ্রতী সঙ্ঘ, রূপনারায়ণপুর। তারা জেমারী সফিক একাদশ এসআর ক্লাবকে ৩ উইকটে হারায়। প্রথমে ব্যাট করে জেমারী ৯ উইকেটে ৯০ রান করে। জবাবে অগ্রতী ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। ম্যাচের সেরা বিজয়ী দলের হিমাংশু দাস। শনিবার সুপারওভারে জেতে পাঁচগাছিয়া অমর সঙ্ঘ। তারা গৌরান্ডি একতা সঙ্ঘকে তিন রানে হারায়। প্রথমে ব্যাট করে গৌরান্ডি সব উইকেট হারিয়ে ১০২ রান তোলে। জবাবে পাঁচগাছিয়াও ১০২ রান তোলে। সুপারওভারে খেলা শেষ হয়।
|
চ্যাম্পিয়ন কনিষ্ক
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা কবাডি সংস্থা আয়োজিত গ্রামীণ কবাডি প্রতিযোগিতা শেষ হল রবিবার। কনিষ্ক কাবাডি মাঠে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আমরাই কবাডি অ্যাসোসিয়েশন’। রানার্স হয়েছে আমলোকা দল। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কনিষ্ক কবাডি অ্যাসোসিয়েশন। রার্নাস হয়েছে সি জোন কাবাডি অ্যাসোসিয়েশন। এদিনের ফাইনালে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও পিকে সিংহ, ইডি ফাইনন্স প্রমুখ।
|
হারল সিনচাঁদু
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বাবুপুর চ্যালেঞ্জ প্রিমিয়ার ফুটবল লিগে রবিবারের প্রথম খেলা শেষ হল অমীমাংসিত ভাবে। হেম্বে রিমিল এবং মুলুচাঁদু গাঁওতার খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়। এ দিন দ্বিতীয় খেলাটিতে ভূর্কো ইপিল ২-০ গোলের ব্যবধানে সিনচাঁদুকে হারায়। একটি করে গোল করেন বিনোদ মান্ডি ও ধোনি সোরেন।
|
জয়ী মেড়তলা
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বিজয়নগর তালবাগান ফুটবল ক্লাবের উদ্যোগে একটি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় শনিবার। ওই খেলায় মুখোমুখি হয় কালনা ফুটবল অ্যাকাডেমি ও মেড়তলা ফুটবল ক্লাব। শ্রীকান্ত কোড়ার একমাত্র গোলে ম্যাচটি জিতে নেয় মেড়তলা।
|
জয়ী রামজীবনপুর
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
মঙ্গল টুডু স্মৃতি একদিনের ফুটবলে চ্যাম্পিয়ন হল রামজীবনপুর এসি। কেরারডি আদি কল্যাণ সঙ্ঘ মাঠে তারা সিধো কানহু মার্শাল গাঁওতা, ঝাড়খন্ডকে ৩-০ গোলে হারায়।
|
জিতল প্রগতি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান মালিরবাগানের মাঠে আয়োজিত রাজনন্দিনী কাপ জিতল কলকাতার প্রগতি। তারা ফাইনালে বর্ধমানের গোয়েঙ্কা স্পোটিঁং ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে গোয়েঙ্কা করে চার উইকেটে ৯১। প্রগতি দু’উইকেটে রান তুলে নেয়। ম্যাচের সেরা বিজয়ী দলের সৌগত মান্না। প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের অভিষেক ওরফে টুবুল।
|
|
জামুড়িয়ার শ্রীপুরে শিবডাঙা মাঠে হল ইসিএলের
বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। —নিজস্ব চিত্র। |
|
|