|
|
|
|
হুমকি দেওয়ায় অভিযুক্ত নেতা |
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
হুমকি দিয়ে কম দামে জমি কিনতে চাইছেন দুই তৃণমূল নেতা, এমনই অভিযোগ উঠল রানিগঞ্জের স্কুল পাড়ায়। স্থানীয় স্কুলপাড়ার বাসিন্দা দেবাশিস চন্দ্র জানান, স্থানীয় গির্জাপাড়ার রহমতনগরে তাঁদের ছয় ভাই বোনের নামে প্রায় ১৩ বিঘা জমি রয়েছে। তাঁর অভিযোগ, ওই জমিটি কম দামে বিক্রি করে দেওয়ার জন্য তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন স্থানীয় দুই তৃণমূল নেতা উদয় ঘোষ এবং সুভাষ গড়াই।
রবিবার দেবাশিসবাবু রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন, ৩ জানুয়ারি গির্জাপাড়ায় কে ডি সরণিতে সুভাষবাবু মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে হুমকি দেন, তাঁদের পছন্দের দামে জমি বিক্রি করা না হলে দেবাশিসবাবুকে প্রাণে মেরে ফেলা হবে। এর পর ৫ জানুয়ারি রানিগঞ্জ বড়বাজার এমজি রোডে উদয়বাবু দু’তিনজন সঙ্গীকে নিয়ে এসে তাঁকে ফের প্রাণনাশের হুমকি দেন। দেবাশিসবাবুর কথায়, “উদয় আমাকে বলে, প্রশাসন কিছু করতে পারবে না। আতঙ্কে বাড়িতে বসে আছি।” তাঁর আরও দাবি, রবিবার সকালে রানিগঞ্জ থানায় অভিযোগ জানিয়ে আসার পরে দুপুরে সুভাষবাবু ফোন করে ফের হুমকি দেন তাঁকে। তবে উদয়বাবুর বক্তব্য, “আমরা কেউ দেবাশিসবাবুকে ভয় দেখাননি। উনি আমাদের সঙ্গে জমির দাম ঠিক করেছিলেন। এখন অন্য কেউ তাঁকে বেশি টাকার প্রলোভন দেখানোয় তিনি আমাদের আর জমি বিক্রি করতে চাইছেন না।” পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। |
|
|
|
|
|