সাগরে মোটরভ্যান নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এক মামলায় এই নির্দেশ দেন। জেলা পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাগর থানা এলাকায় প্রায় কয়েক হাজার মোটর ভ্যান চলাচল করে। সাগর এলাকার বাসিন্দা শেখ আমিরুদ্দিন নামে এক ব্যক্তি মাস খানেক আগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে জানান, মোটর ভ্যানের ধাক্কায় একাধিক ব্যক্তি জখম হচ্ছেন। সম্প্রতি একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। ওই মোটর ভ্যান বেআইনি বলে দুর্ঘটনাজনিত বিমা পরিষেবা পাওয়া যাচ্ছে না। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক নারায়ণস্বরূপ নিগম বলেন, “আদালতে নির্দেশ আমরা এখনও হাতে পাইনি। নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
|
গোপন সূত্রে খবর পেয়ে আট দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রফুল্লনগর এলাকার একটি মাঠ থেকে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করে হাবরা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি গাইঘাটা ও হাবরা থানা এলাকায়। ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল তারা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি এবং কয়েকটি ভোজালি। অন্যদিকে, স্থানীয় জয়গাছি সুপারমার্কেট এলাকা থেকে এক চোলাই কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে ৩০ লিটার চোলাই ও সতেরো বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।
|
দলীয় পঞ্চায়েত প্রধানকে পুলিশী হেনস্থার অভিযোগ, সীমান্ত এলাকায় গরুপাচার বন্ধ-সহ ৭ দফা দাবিতে স্বরূপনগর থানার সামনে শুক্রবার দুপুরে বিক্ষোভ দেখালো কংগ্রেস। বিক্ষোভের শেষে স্মারকলিপি দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, বুধবার বিকেলে স্বরূপনগর বিডিও দফতর চত্বরে বচসায় জড়িয়ে পড়েন বিথারী-হাকিমপুর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মণীন্দ্রনাথ দাস ও স্বরূপনগর-বাংলানি পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান আব্দুর রহমান মণ্ডল। বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, গণ্ডগোলের সময় গুলিও চলে। এই ঘটনায় উভয় দলের নেতৃত্বই পুলিশের কাছে অভিযোগ করেন। ঘটনার তদন্ত হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
|
পাশেই নতুন সেতু তৈরির পর বহু আগেই পুরনো সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পুরনোটি কেবল পথচারীদের জন্য খোলা ছিল। কিন্তু যান চলাচল বন্ধের সুযোগ নিয়ে সেতুর উপরে সার বেঁধে গজিয়ে ওঠে দোকানঘর। সেতুর খারাপ অবস্থা নিয়ে প্রশাসনের সতর্কীকরণ সত্ত্বেও চুটিয়ে চলছিল ব্যবসা। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় টাকি রোডে বিদ্যাধরী নদীর উপরে ওই পুরনো সেতুটি বৃহস্পতিবার রাতে হঠাৎই বসে যাওয়ায় বিপজ্জনক ফাটল তৈরি হয়েছে রাস্তায়। পরিস্থিতি খতিয়ে দেখতে রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান বিডিও অনিন্দিতা ভৌমিক এবং ওসি শান্তিনাথ পাঁজা। শান্তিনাথবাবু বলেন, “বড় ধরনের দুর্ঘটনা এড়াতে জেলার পুলিশ সুপারের মাধ্যমে জেলাশাসকের কাছে দ্রুত সেতুটি ভেঙে ফেলার আবেদন জানানো হয়েছে। |