আগুনে ভস্মীভূত হল তৃণমূলের দলীয় কার্যালয়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হাবরা থানার ফুলতলায়। ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেফতারের দাবিতে সকাল ৬টা থেকে সড়ক অবরোধ করেন তৃণমূলের প্রায় কয়েকশো কর্মী-সমর্থক। পরে হাবরা থানার আইসি অনিল রায় ঘটনাস্থলে এসে দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাত আড়াইটে নাগাদ তৃণমূলের পার্টি অফিসটি পুড়তে দেখেন স্থানীয় এক ব্যাক্তি। তিনি খবর দেন অন্যদের। তৃণমূলের হাবরা ব্লক-১-এর সভাপতি অদিতি সাহা বলেন, “আগুনে আসবাবপত্র-সহ গুরুত্বপূর্ণ নথিপত্র ও নগদ দেড় হাজার টাকা পুড়ে গিয়েছে।” স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘটনার জন্য দায়ী করেছেন সিপিএম ও কংগ্রেসকে। তাঁর অভিযোগ, “সিপিএম কংগ্রেসকে সঙ্গে নিয়ে ওই ঘটনা ঘটিয়েছে।” তাঁর দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে শত্রুতা করে এই ঘটনা ঘটানো হল। কারণ নির্বাচনে সিপিএম ও কংগ্রেসকে ছুড়ে ফেলে দেবে জনগণ। |
হাবরার ফুলতলায় পুড়ে যাওয়া তৃণমূলের কার্যালয়। ছবি: শান্তনু হালদার। |
সিপিএমের তরফে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। দলের হাবরা জোনাল কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, “এই ধরনের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে আমরা যুক্ত থাকি না।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সমাদ্দার বলেন, “কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলের পার্টি অফিসকে শ্রদ্ধা করে। অন্যের কার্যালয়কে আমরা রক্ষা করি। যারাই এই ঘটনা ঘটাক আমরা তার বিরুদ্ধে।” তদন্ত শুরু করেছে পুলিশ। |