টুকরো খবর |
ফব’র জেলা অফিসে তালা নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এ বার তালা পড়ল ফরওয়ার্ড ব্লকের জেলা কার্যালয়ে। দলের নাম লেখা যে বোর্ড ছিল, তাও নামানো হয়েছে। বৃহস্পতিবার দলের রাজ্য কমিটির বৈঠকে পশ্চিম মেদিনীপুরের সম্পাদক- সভাপতির নাম চূড়ান্ত করা হয়। আগে দলের জেলা সম্পাদক ছিলেন সুকুমার ভুঁইয়া। তাঁকে এ বার জেলা সভাপতি করা হয়েছে। অন্য দিকে, আগে যিনি সভাপতি ছিলেন, সেই অশোক ভট্টাচার্য সম্পাদক হয়েছেন। এই দুই নেতার বিরোধ বহুদিন ধরেই রয়েছে। সেই বিরোধের জেরে ফরওয়ার্ড ব্লকের সদ্য সমাপ্ত জেলা সম্মেলনে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করাই সম্ভব হয়নি। দলীয় সূত্রে খবর, রাজ্য কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, তার প্রতিবাদে এক দল দলীয় কর্মী-সমর্থক বৃহস্পতিবার বিকেলে জেলা কার্যালয়ে এসে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। শুক্রবারও দিনভর জেলা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলেছে। দলের নতুন সম্পাদকের অনুগামীদের বক্তব্য, যাঁরা এ কাজ করেছেন, তাঁরা দলের কেউ নন। অন্য দিকে, নতুন সভাপতির অনুগামীদের বক্তব্য, দলের লোকেরাই তালা ঝুলিয়ে অশোকবাবুকে সম্পাদকের পদে বসানোর বিরোধিতা করেছেন।
|
আজ কংগ্রেসের সভা
নিজস্ব সংবাদদাতা • এগরা |
|
আজ এগরায় কংগ্রেসের জনসভা। —নিজস্ব চিত্র |
আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে আজ দুপুর ১টায় এগরায় জনসভা করছে কংগ্রেস। এগরা মহকুমা কংগ্রেসের ডাকে, শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত থাকার কথা জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরি, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য, মানস
ভুঁইয়া ছাড়াও প্রদেশ নেতা নেত্রীদের। জেলা কংগ্রেস সূত্রের তথ্য, ভোটের প্রচারে ১৯৮৪ ও ১৯৮৭ সালে রাজীব গাঁধী, ২০০১ সালে প্রণব মুখোপাধ্যায় এসেছিলেন এগরায়। এ ছাড়া প্রদেশের দু’একজন নেতা ব্যতীত স্বাধীনতার পর থেকে কংগ্রেসের কোনও বড় নেতা এগরায় আসেননি।
|
শুরু সবলা মেলা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
স্ব-নির্ভর গোষ্ঠী আয়োজিত সাত দিন ব্যাপী জেলা সবলা মেলা শুরু হল শুক্রবার। হলদিয়ার চৈতন্যপুরে বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন হয়। মেলায় থাকছে কাপড়, বেত, জড়ি-সহ হাতের তৈরি জিনিসের ৬০টি স্টল। উদ্বোধন করেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। ‘উর্জা’ নামাঙ্কিত এই মেলার প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে উদীয়মান সূর্য। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য প্রমুখ।
|
শুরু বিদ্যাসাগর মেলা নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
যুব কল্যাণ দফতরের উদ্যোগে শুক্রবার বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রামের স্থানীয় স্কুল মাঠে শুরু হল বিদ্যাসাগর মেলা। মেলার উদ্বোধন করেন যুব কল্যাণ দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী, মহকুমাশাসক অংশুমান অধিকারী, বিধায়ক মমতা ভুঁইয়া, অরুণ মুখোপাধ্যায়, উত্তম মুখোপাধ্যায়, সুনীল ভৌমিক প্রমুখ। মেলা কমিটির পক্ষ থেকে বিকাশ কর ও দিলীপ মাঝি জানান, সাত দিনের এই মেলায় থাকছে কৃষি প্রদর্শনী, সাংস্কৃতিক অনষ্ঠান, বিভিন্ন বিষয়ে সেমিনার, স্বাস্থ্য শিবির প্রভৃতি।
|
স্মারকলিপি নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দেশ জুড়ে বাড়ছে নারী নির্যাতন। তাই মামলার দ্রুত নিষ্পত্তি করে দোষীদের কঠোর শাস্তির দাবিতে শুক্রবার কাঁথি লোকাল কমিটির উদ্যোগে এস ইউ সি আই একটি বিশাল মিছিল বার করে। এর পর সারা শহর পরিক্রমা করে কাঁথির মহকুমাশাসকের কাছে স্মারকলিপি জমা দেয় তারা। মহকুমাশাসকের দফতরে ডেপুটেশন দেওয়ার আগে পুলিশের সঙ্গে দলীয় কর্মীদের অবশ্য সামান্য ধ্বস্তাধ্বস্তিও হয়। পথসভায় বক্তব্য রাখেন কল্পনা দাস, রীতা প্রধান, মিনু বেগম, মাধবী দাস, শ্রাবণী পাহাড়ি প্রমুখ।
|
সুবর্ণ জয়ন্তী উত্সব নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
তিন দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী পূর্তি উত্সবের উদ্বোধন হল শুক্রবার রামনগর থানার কানপুর গুরুপ্রসাদ বিদ্যাপীঠে। উত্সবের উদ্বোধন করেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুগবেড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিপদ মাইতি, বিধায়ক অখিল গিরি, জ্যোতির্ময় কর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলালকুমার রায় জানান, তিন দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। |
|