বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার এই উদ্বোধন করেন তিনি। বিশ্ববিদ্যালয়েরই ছাদে এই প্রকল্প তৈরির উদ্যোগ নিয়েছিলেন কর্তৃপক্ষ। এ দিন বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যদের সঙ্গেও বৈঠক করেন মন্ত্রী। কলেজ পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের সমস্যা হচ্ছে তাও জানতে চান। এর সঙ্গেই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের তরফে আশ্বাসও দেন তিনি। তবে খুব অল্প সময়ের মধ্যেই উদ্বোধন ও বৈঠক সেরে বেরিয়ে যান তিনি। |
|
‘জল ধরো জল ভরো’ প্রকল্পটি ঘুরে দেখছেন শিক্ষামন্ত্রী। ছবি: কিংশুক আইচ। |
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এ দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল সাংসদ শুভেন্দু অধিকারীরও। সেই মতো তাঁকে আমন্ত্রণ জানানো ও কার্ডে নামও ছাপা হয়। কিন্তু বৃহস্পতিবার একটি বিভ্রাটও ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগীয় প্রধানদের এই অনুষ্ঠানের কথা জানাতে একটি নোটিস দেন রেজিস্ট্রার। সেখানে আমন্ত্রিত অন্যান্য অতিথিদের নাম থাকলেও শুভেন্দুবাবুর নাম ছিল না। কেবলমাত্র একজন সাংসদ উপস্থিত থাকবেন বলে উল্লেখ করা হয়েছিল। এতেই ক্ষুব্ধ হয়ে সাংসদ অনুষ্ঠানে যাননি বলে বিশ্ববিদ্যালয়ের এক সূত্রে খবর। উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “কী ভাবে এমন ত্রুটি হল দেখছি। তবে আমি ব্যক্তিগত ভাবে এ বিষয়ে সাংসদের সঙ্গে কথা বলেছি।” |
|