কারফিউ চলছে, বিক্ষোভও
কর্মসমিতির সভায় ডাকা হতে পারে বাগান কর্তাদের
ফেডারেশন কর্মসমিতির সভায় ডাকা হতে পারে মোহনবাগান কর্তাদের! আইনজীবীরা নাকি সে রকমই পরামর্শ দিয়েছেন এআইএফএফ কর্তাদের। দিল্লিতে ফোন করে জানা গেল, যে-হেতু বাগান আবেদন করেছে, সে জন্য ঝামেলা এড়াতে তাদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন ফেডারেশনের আইনজীবীরা।
ডার্বি ম্যাচে বিরতিতে দল তুলে নেওয়ার জন্য আড়াই বছরের জন্য নির্বাসন হয়েছে ওডাফা-টোলগেদের। শাস্তি কমাতে ফেডারেশনের দ্বারস্থ হয়েছেন মোহন-কর্তারা। ১৫ জানুয়ারি সভা ডাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল। কর্মসমিতির সভা ডাকার আগে আইনজীবীদের পরামর্শ নিয়েছে ফেডারেশন। তাঁরা নিয়মকানুন খতিয়ে দেখে জানিয়ে দিয়েছেন, চাইলে শাস্তি মুকুব বা কমাতে পারে কর্মসমিতি। মোহন-কর্তারা তাই চেষ্টা চালাচ্ছেন অন্তত দু’বছর শাস্তি কমিয়ে ক্লাবের গায়ে লেগে থাকা কলঙ্কের ছিটে সামান্য মুছতে এবং সদস্য-সমর্থকদের তীব্র বিক্ষোভ সামাল দিতে।
গোষ্ঠ পালের মূর্তির সামনে শুক্রবার মোহনবাগান ফ্যানস ক্লাবের মোমবাতি মিছিল।—নিজস্ব চিত্র
ক্লাব তাঁবুর সামনে অবশ্য বিক্ষোভ চলছেই। ইডেনে ক্রিকেট ম্যাচের জন্য দু’দিন বন্ধ ছিল ঝামেলা। শুক্রবার সদস্য-সমর্থকদের মিছিল ফের আছড়ে পড়ল তাঁবুর প্রধান গেটে। ক্লাব তাঁবুতে কারফিউ এ দিনও তোলা হয়নি। কার্ড দেখিয়ে ঢুকতে হচ্ছে সদস্যদের, মিডিয়াকেও। কর্তাদের পদত্যাগ দাবি করে মোহনবাগানের তিনটি ফ্যানস ক্লাবের সদস্যরা একযোগে মিছিল করবেন এই খবর পেয়ে বিকেলে ক্লাব তাঁবুর প্রধান গেটে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল। মোতায়েন করা হয়েছিল পুলিশও। বিকেলে শ’খানেক সমর্থক গোষ্ঠ পাল মূর্তির সামনে থেকে মৌন মিছিল করে যান তাঁবুর সামনে। মোমবাতি হাতে বিক্ষোভও দেখান। ফ্যানস ক্লাবের সদস্যদের ইচ্ছে ছিল রিলে অনশনে বসবেন। কিন্তু তাঁরা দাবি করেন, ময়দান থানার ও সি এসে তাদের সতর্ক করেছেন এটা ১৪৪ ধারা এলাকাভুক্ত। এখানে বসা যাবে না। ফ্যানস ক্লাবের সদস্যরা ক্ষুব্ধ প্রাক্তন ফুটবলারদের উপরও। বিভিন্ন টিভি চ্যানেলে বা কাগজে লাগাতার বিবৃতি দিলেও ক্লাব বাঁচাতে কেউই রাস্তায় নামছেন না বলে। ফ্যানস ক্লাবের এক কর্তা বললেন, “অনেক প্রাক্তন ফুটবলারের সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু সবাই বলছে তোমরা আন্দোলন করো আমরা পিছনে আছি।”
এ দিকে, সন্তোষ ট্রফিতে স্পনসর হিসাবে শুক্রবারই এক জার্মান সংস্থাকে পেল ফেডারেশন।

শনিবারে আই লিগ
সালগাওকর : ইস্টবেঙ্গল (মারগাও, ৩-৪৫)
ওএনজিসি : অ্যারোজ (দিল্লি)
ইউনাইটেড সিকিম : পুণে এফসি (সিকিম)
এয়ার ইন্ডিয়া : স্পোর্টিং (পুণে)




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.