সোমদেব দেববর্মনদের ডেভিস কাপ বয়কটের হুমকিটা শুনলাম। এমনিতে ওদের সিদ্ধান্ত নিয়ে আমার বিরোধিতা করার কিছু নেই। একজন টেনিস প্লেয়ার এবং প্রাক্তন অধিনায়ক হিসেবে আমি প্লেয়ারদের পাশেই থাকব। ওদের সব দাবিই যে আবর্জনার স্তুপে ফেলতে হবে, কে বলল? বরং আমি মনে করি, ভারতীয় টেনিসের জন্য এটা দরকার ছিল। শুধু আশ্চর্য হয়ে যাচ্ছি এমন বিদ্রোহের টাইমিং দেখে!
সোমদেব-বোপান্নাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই। তোমরা যা করলে, ঠিক আছে। কিন্তু ডেভিস কাপ শুরুর এক মাস আগে করলে কেন? নভেম্বরে আমাদের টেনিস মরসুম শেষ হয়, দু’মাস ফাঁকা থাকে, তখন এটা নিয়ে বসলে পারতে। বা কোরিয়ার বিরুদ্ধে ডেভিস কাপ টাই শেষ হলে। কিন্তু একেবারে ‘ইলেভেন্থ আওয়ারে’ ভারতীয় টেনিসে এমন অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করে কী লাভ হল? এটা করে তো দেশের গর্বে আঘাত দিলে। প্লেয়ার হিসেবে নিজেদের গর্বেও। আর প্লেয়ারদের কিছু বলতে হলে ওরা এআইটিএ-কে বলতে পারত। ওদের সঙ্গে আগে আলোচনা করে নিতে পারতে। এ ভাবে মিডিয়ায় সব কিছু প্রকাশ্য করে দিল কেন?
প্লেয়াররা মূলত তিনটে দাবি তুলেছিল বলে জানি।
এক) ডেভিস কাপ পুরস্কার মূল্য ভাগাভাগির অনুপাত বাড়াতে হবে।
দুই) ভেনু পছন্দে প্লেয়ারদের মতামত নিতে হবে।
তিন) নন-প্লেয়িং ক্যাপ্টেন, কোচ আর ফিজিওকে সরাতে হবে।
প্রথম দু’টো দাবি নিয়ে আমার কিছু বলার নেই। প্লেয়াররা বলতেই পারে হার্ডকোর্টে খেললে সুবিধা হবে, না ঘাসের কোর্টে। কোন ভেনুতে খেললে ওদের সুবিধা সেটা নিয়ে ওদের বক্তব্য নিশ্চয়ই মানা উচিত। প্রাইজ মানি ভাগাভাগির ব্যাপারটাও না হয় বুঝলাম। কিন্তু তিন নম্বর দাবিটা? মানতে পারছি না।
দেখুন, নন-প্লেয়িং ক্যাপ্টেনের সঙ্গে টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ারের ঝামেলা নতুন নয়। আমার সঙ্গেই হয়েছে। ২০০০ সালে আমার আর লিয়েন্ডারের সঙ্গেও হয়েছিল। তখন কিন্তু আমি সরে গিয়েছিলাম। কারণ ব্যক্তির আগে দল, দেশ। তাই এই যে কোচ-ক্যাপ্টেন সরানোর কথা উঠছে, তাতে আমি অযৌক্তিক কিছু দেখছি না। সমস্যা হতেই পারে। কিন্তু তাই বলে কোচ, অধিনায়ক সোমদেবরা ঠিক করে দেবে, এটা কী কথা? তোমরা খুব বেশি হলে পরামর্শ দিতে পারো। পছন্দ-অপছন্দ জানাতে পারো। মহেন্দ্র সিংহ ধোনি কি ভারতের কোচ ঠিক করে দেয়? তা হলে তোমরাই বা কোচ-অধিনায়ক নির্বাচনে শেষ কথা হবে কেন?
|
তিন ধাপে বিপ্লব |
৪ জানুয়ারি, ২০১৩ |
সোমদেব-সহ আট টেনিস খেলোয়াড়ের যুগ্ম-বিবৃতি, তাঁদের দাবি না মানলে ডেভিস কাপ খেলবেন না। ডেভিস কাপ দলের নন প্লেইং ক্যাপ্টেন এস পি মিশ্রর পদত্যাগ। |
২ জানুয়ারি, ২০১৩ |
তিনটি দাবি করলেন সোমদেবরা। ডেভিস কাপ পুরস্কার মূল্য ভাগের অনুপাত বাড়ানো, নন-প্লেয়িং ক্যাপ্টেন শিব মিশ্র, কোচ নন্দন বাল, ও ফিজিওকে ছাঁটাই এবং টাই-এর ভেনু নিয়ে প্লেয়ারদের মতামত নেওয়া। |
১ জানুয়ারি, ২০১৩ |
লিয়েন্ডারের বিরুদ্ধে মহেশের লবির প্লেয়ারদের বিদ্রোহ ঘোষণার খবর প্রথম প্রকাশিত হয় আনন্দবাজারে। |
|