আপনার সাহায্যে...
জলপাইগুড়িতে এই শীতেও জন্ডিস বাড়ছে

উত্তরবঙ্গে কি জন্ডিস বেশি হয়?

জলপাইগুড়িতে জন্ডিসের প্রবণতা বেশি রয়েছে, এটা বলা যেতেই পারে।

এর কারণ কী হতে পারে?
বেশির ভাগ ক্ষেত্রেই এখানে যে ধরনের জন্ডিসে মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন, সেটি হল জলবাহিত। শুদ্ধ জল না খেলেই এই রোগের সম্ভাবনা অনেক বেড়ে যায়। পাতকুয়োর জল অনেকেই খান। কিন্তু সেই পাতকুয়ো অনেকেই পরিশুদ্ধ করেন না।

এত কাল তো জানতাম গরম কালেই জন্ডিস বেশি হয়। কিন্তু এখন তো দেখছি সারা বছরেই তা হচ্ছে।
হ্যাঁ, ঠিকই বলছেন। তবে এ বার দেখছি শীতকালেও রোগের প্রকোপ বাড়ছে। শুধু এ মাসেই আমি প্রায় ১৫ জন জন্ডিসের রোগী পেয়েছি। শীতকালে জন্ডিস দেখে আমিও বেশ অবাক হয়েছি।

কেন এমন হচ্ছে?
শুরুতেই বলেছি জলবাহিত জন্ডিসই বেশি হচ্ছে। অশুদ্ধ জল পান করলে জন্ডিস হতেই পারে। তার জন্য শীতকাল না গরমকাল এটা কোনও বিষয় নয়। আবারও বলছি, বছরের সব সময়েই এই ব্যাপারে সতর্ক থাকা উচিত।


ডা. শঙ্খশুভ্র রায়
যোগাযোগ-৯৪৩৪২১৭১০০
তা হলে বলুন কী ধরনের সাবধানতা নিতে হবে?
বাড়িতেও জল ফুটিয়ে খেতে হবে। সঙ্গে সব সময়ে জল রাখতে হবে। বাইরে কোথাও বিশেষ করে দোকান, হোটেলের জল খাওয়ার আগে সতর্ক হওয়া উচিত। বাচ্চাদের স্কুলে পাঠালে বাড়ির ফোটানো জল সঙ্গে দিয়ে দেবেন।

অনেকেই তো তেষ্টা পেলে দোকান থেকে জলের বোতল কিনে খান, সেটা তো নিরাপদ?
মোটেই নয়। দোকান থেকে কেনা বোতলের জলকে মিনারেল ওয়াটার বলে প্রচার করা হচ্ছে, যা আদৌ সত্যি নয়। সেগুলিকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বলাই ভাল। সে জন্য নামি কোম্পানির বোতল কেনা ভাল। তবে খুব ভাল হয়, বাড়ি থেকে ফুটিয়ে আনা জল সঙ্গে রাখা।

যার একবার জন্ডিস হয়েছে তাকে কি সারা জীবন সতর্ক থাকতে হবে?
সে ক্ষেত্রে দেখতে হবে কী ধরনের জন্ডিসে তিনি আক্রান্ত হয়েছিলেন। যদি দেখা যায় সাধারণ হেপাটাইটিস অর্থাৎ জলবাহিত কারণে জন্ডিস, তবে পরবর্তী কালে লিভার পুরোপুরি ঠিক হয়ে যায়।

পরপর দু’বার জন্ডিস হলে কি সেটা বিপজ্জনক?
নিশ্চয়ই। যে কোনও রোগেই পরপর আক্রান্ত হওয়া মোটেই ভাল লক্ষণ নয়। শুধু জল নয়, খাওয়া-দাওয়ার ব্যাপারেও একটু সতর্ক থাকা উচিত।

জন্ডিস রোগের প্রবণতা কোন বয়সের মধ্যে বেশি?
সাধারণত যুবক-যুবতীরাই বেশি আক্রান্ত হন।

এর কোনও কারণ আছে?
আমার মনে হয়, যেহেতু যুবক-যুবতীরা বাইরে বেশি খাওয়া-দাওয়া করেন, সে ক্ষেত্রে তাঁরা কি শুদ্ধ জল পান করছেন কিনা সে খবরও রাখেন না। বাইরের জল বেশি পান করা থেকেই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি।

অতিরিক্ত মদ্যপান কি জন্ডিসের কারণ?

দীর্ঘ দিন ধরে নিয়মিত মদ্যপান করলে সিরোসিস অব লিভার হতে পারে, যা খুবই মারাত্মক। আসলে অনেকেই লাগামছাড়া মদ্যপান করেন। ভবিষ্যতে কী ঘটতে চলেছে তা ভাবেন না। এঁদের নিয়েই তো ভয় বেশি।

বাবা বা মায়ের জন্ডিস থাকলে ছেলেমেয়েদেরও কি সেই প্রবণতা থাকতে পারে?
এমন কোনও মানে নেই।

সাক্ষাৎকার: অনির্বাণ রায়
ছবি: সন্দীপ পাল


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.