রাজ্যের শিল্পায়নের ভাবমূর্তি তুলে ধরতে পূর্ব মেদিনীপুরের শিল্পশহর হলদিয়ায় ‘বেঙ্গল লিডস-২’-এর আয়োজন করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুক্রবার সেই মেলার তদারকিতে এলেন শিল্পোন্নয়ন নিগমের রাজ্য সচিব কৃষ্ণ গুপ্ত। সঙ্গে ছিলেন জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি, জেলা পুলিশ সুপার সুকেশ জৈন, হলদিয়া উন্নয়ন পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক পি উলাগানাথন, হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি প্রমুখ।
আগামী ১৫ জানুয়ারী থেকে শুরু হতে চলেছে এই শিল্প-বাণিজ্য মেলা। চলবে তিন দিন ব্যাপী। শুক্রবার টাউনশিপের হেলিপ্যাড ময়দানে মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন শিল্পোন্নয়ন নিগমের সচিব কৃষ্ণ গুপ্ত-সহ জেলা প্রশাসনের কর্তারা। মুখ্যমন্ত্রী আসবেন মেলার উদ্বোধনে। ইতিমধ্যেই ডাক দেওয়া হয়েছে দেশ বিদেশের বিভিন্ন শিল্পোদ্যোগীদের। তাই মেলার ব্যবস্থাপনায় যাতে কোনওরকম ত্রুটি না থাকে উন্নয়ন পর্ষদের কর্তাদের কাছে সেই বার্তাই দিয়ে যান শিল্পোন্নয়ন নিগমের সচিব। কী ভাবে মেলার স্টলগুলি সাজানো হবে সেই নিয়েও আলোচনা হয়। এ দিন পরিদর্শন শেষে কৃষ্ণ গুপ্ত বলেন, “হলদিয়ায় শিল্পের সম্ভাবনা থাকায় এই শিল্প শহরকে বেছে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে মেলার উদ্বোধন করবেন। এনটিপিসি, কোল ইন্ডিয়া, আইওসি-র মতো শিল্পসংস্থাকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেলাকে কেন্দ্র করে জনসমাগম ও বিশিষ্টদের আগমনের সম্ভাবনা থাকায় শহর জুড়ে কঠোর নিরাপত্তার আয়োজন করা হয়েছে। এ দিন জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত একটি আলোচনাও সেরেছেন সচিব কৃষ্ণ গুপ্ত। যান নিয়ন্ত্রণ ও অন্যান্য বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। মেলা প্রাঙ্গণ জুড়ে অতিরিক্ত পুলিশি নিরাপত্তার জন্য ছক তৈরী করা হচ্ছে। এ ছাড়া যে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলার ময়দান জুড়ে প্রায় ৬০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বলে জানা গিয়েছে। জেলা পুলিশ সুপার সুকেশ জৈন বলেন, “মেলার সমস্ত বিষয়ের মধ্যেই নিরাপত্তা একটা বিশেষ দিক। সে নিয়ে আলোচনা হয়েছে নিরাপত্তা জোড়ালো করা হচ্ছে। তবে কত পুলিশ মোতায়েন করা হবে তা আলোচনা পর্যায়ে রয়েছে।” |