সরকারি ভাবে কিছু জানানো হয়নি এখনও। কিন্তু ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসের দাম শীঘ্রই বাড়তে পারে বলে জানালেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা। বিজয় কেলকর কমিটি ক’মাস আগেই এই সব জ্বালানির দাম বাড়ানোর সুপারিশ করেছিল। ওই কর্তার দাবি, সেই সুপারিশের ভিত্তিতে শীঘ্রই প্রস্তাব পেশ হবে মন্ত্রিসভায়। অনুমোদন মিললেই দাম বাড়বে। এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি তেল মন্ত্রক। তবে দাম বাড়ার সম্ভাবনা যে তারা উড়িয়ে দিচ্ছে না, তা এ দিন তেল মন্ত্রী বীরাপ্পা মইলির বক্তব্য থেকেই পরিষ্কার। মইলি বলেন, “কেলকর কমিটি ডিজেলে নিয়ন্ত্রণ তোলার পাশাপাশি জ্বালানিগুলির দাম বাড়ানোরও সুপারিশ করেছিল। মন্ত্রক ওই রিপোর্ট খতিয়ে দেখছে। এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।” প্রসঙ্গত, প্রথম দফাতেই ওই কমিটি ডিজেলের দাম লিটারে ৪ টাকা, কেরোসিন ২ টাকা এবং এলপিজি সিলিন্ডারে ৫০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়। অন্য দিকে, পরিবার পিছু বছরে ভর্তুকির গ্যাস সিলিন্ডার দেওয়ার ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৯টি করার প্রস্তাবও কেন্দ্র খতিয়ে দেখছে বলে জানান মইলি। বর্তমানে ওই সীমা ৬টি।
|
রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ ও কেয়ার্ন ইন্ডিয়া-কে যথাক্রমে কেজি বেসিন ও রাজস্থানে নতুন করে তেল ও গ্যাস সন্ধানে সায় দিল কেন্দ্র। আমদানি কমাতে ও দেশে লগ্নি-পরিবেশ চাঙ্গা করতে শর্ত সাপেক্ষে সায় দেওয়া হয়েছে, জানান তেলমন্ত্রী বীরপ্পা মইলি। বহু দিন ধরেই ওই দুই ক্ষেত্রে নতুন করে তেল ও গ্যাস সন্ধানের অনুমতি চাইছিল রিলায়্যান্স ও কেয়ার্ন। |