টুকরো খবর
স্ত্রী খুনে গ্রেফতার স্বামী-সহ চার জন
বধূকে পরিকল্পিত ভাবে ইঞ্জেকশন দিয়ে খুনের অভিযোগে স্বামী-সহ চার জনকে ধরল পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে দিনহাটার পুরানো বাস স্ট্যান্ড এলাকায়। নিহতের নাম শর্মিষ্ঠা রায় কুণ্ডু (৩৫)। মৃতার স্বামী রঞ্জিত রায়, তাঁর বাবা রবীন্দ্রনাথবাবু, মা পূর্ণিমাদেবী ও ভাই রাজুকে গ্রেফতার করে পুলিশ। রঞ্জিতবাবু শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে থাকতেন। ধৃতদের বাকিরা দিনহাটার বড় আটিয়াবাড়ি এলাকায় থাকতেন। মাঝেমধ্যে শর্মিষ্ঠাদেবীদের বাড়ি যাতায়াত করতেন। কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার অমিত সিংহ বলেন, “ইঞ্জেকশন দিয়ে মহিলাকে খুন করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। মৃতার স্বামী-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।” শর্মিষ্ঠাদেবী নানা অসুখে ভুগে স্বাভাবিক হাঁটাচলা করতে পারতেন না। ওই সমস্যার জন্য মঙ্গলবার রাতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই এক যুবককে নিয়ে গিয়ে শর্মিষ্ঠাদেবীকে তাঁর স্বামী একটি ইঞ্জেকশন দেওয়ান বলে অভিযোগ। তার এক ঘণ্টার মধ্যে মহিলার মৃত্যু হয়। ঘটনা চাউর হতেই রাত ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতার দাদা সুনীল পাল বলেন, “অন্য এক মহিলার সঙ্গে রঞ্জিতের সম্পর্ক নিয়ে ঝগড়া হত। বোনকে মেরে তাঁর সম্পত্তি দখলের ছক করেছে রঞ্জিত। পুলিশকে বলেছি।” রঞ্জিতবাবুর দাবি, চিকিৎসকের পরামর্শ মেনেই তিনি স্ত্রীকে ইঞ্জেকশন দেন। শর্মিষ্ঠার বাবা পরেশ কুণ্ডু দিনহাটার প্রতিষ্ঠিত ওষুধ ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন। বছর দশেক আগে ওই ওষুধের দোকানে কর্মচারীর কাজ শুরু করেন বড় আটিয়াবাড়ির বাসিন্দা রঞ্জিত রায়।

ডিএসপি-র পরিচয়ে গ্রেফতার
ডিএসপি বলে ভুয়ো পরিচয় দেওয়ায় অভিযোগে এক ব্যক্তিকে ধরেছে পুলিশ। বুধবার ইসলামপুর পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃত ব্যক্তির নাম ঊজ্জ্বল সরকার। বাড়ি চাকুলিয়া থানার কানকি সংলগ্ন এলাকাতে। অভিযোগ, ডিএসপি পরিচয় দিয়ে পুলিশে চাকুরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক জনের কাছ থেকে টাকা তুলেছে ওই ব্যক্তি। তার কাছ থেকে সচিত্র পরিচয় পত্র, একটি এটিএম কার্ড, সাড়ে তিন লক্ষ টাকার চেক-সহ কিছু কাগজ আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তি নিজেকে মেদিনীপুরের ডিএসপি (সদর) বলে পরিচয় দেন। এ দিন দুপুরে ইসলামপুর থানা সংলগ্ন এলাকাতে বছর তেইশের ঊজ্জলবাবু কিছু পুলিশ কর্মীর সঙ্গে যোগাযোগ করেন। ওই পুলিশ কর্মীদের সন্দেহ হওয়ায় তাঁরা ওই ব্যক্তিকে থানায় নিয়ে যান। পুলিশ তাকে গ্রেফতার করে। এসডিপিও সুবিমল পাল বলেন, “ভুয়ো পরিচয়ে তোলাবাজি করেছে ওই যুবক।” অভিযুক্ত ঊজ্জল সরকার জানান, পুলিশে চাকরি করার ইচ্ছে ছিল। তাই তিনি এ ভাবে পরিচয় দেন। তার মানসিক চিকিৎসা চলছে। তবে টাকা নেননি বলে তাঁর দাবি।

গুলিতে নিহত দুই পাচারকারী
সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু পাচারকারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে মালদহের হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্তের তিলাসন সীমান্ত চৌকি এলাকার ঘটনার। ঘটনার সময় পাচারকারীদের ছোড়া বোমার আঘাতে জখম হয়েছেন বিএসএফের এক জওয়ানও। যোগেশ কুমার নামের ওই জওয়ানকে তিলাসন মেডিক্যাল ক্যাম্পে ভর্তি করানো হয়েছে। বিএসএফ জানায়, দুই পাচারকারীর বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে। তাদের দেহ সীমান্তের জিরো পয়েন্টে রাখা হয়েছে। দেহ শনাক্ত করে তা নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের বর্ডার গার্ডকে জানানো হয়েছে। বিএসএফের মালদহ ফ্রন্টিয়ারের কমান্ডেন্ট মধু কর বলেন, “পাচারকারীদের সতর্ক করা হয়। উল্টে প্রহরারত জওয়ানদের লক্ষ করে তারা গুলি-বোমা ছুড়তে ছুড়তে পালাতে শুরু করে। আত্মরক্ষার্থে গুলি চালাতে হয়।” বিএসএফ সূত্রে জানা যায়, এ দিন ভোরে তিলাসন সীমান্ত চৌকির বেলডাঙ্গা গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তে প্রহরায় ছিলেন মালদহ ফ্রন্টিয়ারের ৩১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানর। এলাকার ২১ কিলোমিটার সীমান্তে বেশ কিছু অংশে জলাজমি থাকায় সেখানে কাঁটাতারের বেড়া নেই। ঘন কুয়াশার মধ্যে কয়েকজন পাচারকারী গরু নিয়ে ওপারে ঢুকছিল। বিএসএফ জওয়ানেরা বারবার পাচারকারীদের সতর্ক করে এগিয়ে যেতে থাকে। আচমকাই জওয়ানদের লক্ষ করে পাচারকারীরা গুলি ও বোমা ছোড়ে বলে অভিযোগ।

সংখ্যালঘু পড়ুয়াদের ‘স্কলারশিপ’ বিতরণ
মালদহে সংখ্যালঘু সম্প্রদায়ের ৪৯ হাজার ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেবে রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। এই খাতে প্রায় ৬ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। এছাড়া রাজ্যের সব কটি মাদ্রাসায় কম্পিউটার দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়। বুধবার মালদহে এসে এ কথা জানান সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা। মালদহে সত্য চৌধুরি ইন্ডোর স্টেডিয়ামে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী ও মানুষের জন্য স্কলারশিপ ও ঋণ দান অনুষ্ঠানের আয়োজন করেছিল সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। সেখানে আনুষ্ঠানিভাবে ২০টি মাদ্রাসা ও বিভিন্ন স্কুলের ৫৫৪ সংখ্যালঘু পড়ুয়ার হাতে স্কলারশিপ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ১০ জন ছাত্রীর হাতে সাইকেল দেওয়া হয়।

এসপি-র দ্বারস্থ ছাত্রী
অপহরণ করে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ থানা ফিরিয়ে দেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ কোচবিহারের এক কলেজ ছাত্রী। বুধবার খারিজা সোনারীর বাসিন্দা ওই ছাত্রী জেলা পুলিশ সুপারের দফতরে ওই ব্যাপারে লিখিত অভিযোগ জানায়। পুলিশ সূত্রের খবর, প্রথম বর্ষের ওই ছাত্রীকে ৩১ ডিসেম্বর রাতে আলিপুরদুয়ারের ঘাঘরা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। কলেজ থেকে ফেরার পথে তাঁকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে অভিযুক্তদের একজন ধর্ষণের চেষ্টা করে বলে এদিন পুলিশ সুপারের দফতরে অভিযোগে করেন ওই ছাত্রী।

ফব-র নালিশ
যথাযথ প্রচারের অভাবে হলদিবাড়ির কৃষকরা সরকারি সহায়ক মূল্যে ধান কেনার খবর জানতে পারছেন না বলে অভিযোগ তুলল ফরওয়ার্ড ব্লক। বুধবার ব্লক খাদ্য দফতরে স্মারকলিপি দিয়ে দলের তরফে ধান কেনার খবর বহুল প্রচারের দাবি জানানো হয়েছে।

বিক্ষোভ
অবৈধ ভাবে নিয়োগের অভিযোগ তুলে কৃষি দফতরে বিক্ষোভ দেখাল ডিওয়াইএফের ইসলামপুর জোনাল কমিটির সদস্যরা। বুধবার বিকেলে ইসলামপুর শহরের কৃষি দফতরে বিক্ষোভ দেখান তারা। কৃষি আধিকারিককে স্মারকলিপি দেন। অভিযোগ, ইসলামপুর মহকুমার ইসলামপুর, করণদিঘি ব্লকের মোট ৪ জনকে চতুর্থ শ্রেণির কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। অথচ নিয়োগের কোনও বিজ্ঞাপন দেওয়া হয়নি। পরীক্ষাও হয়নি বলে অভিযোগ।

প্রতিবাদ মিছিল ইসলামপুরে
দিল্লির গণধর্ষণের প্রতিবাদ, দোষীদের বৃহত্তর শাস্তির দাবিতে সামিল হল ইসলামপুর কলেজের ছাত্রছাত্রীরা। বুধবার ইসলামপুর কলেজ খুলতেই এদিন সন্ধ্যায় কলেজের ছাত্রছাত্রীরা কলেজ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। শ্রদ্ধাজ্ঞাপন করেন তাঁরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.