উত্তর দিনাজপুর জেলা কৃষি দফতরে বির্তকিত নিয়োগ প্রক্রিয়া বাতিল না হলে আদালতে মামলা করা হবে বলে হুমকি দিয়েছে ডিওয়াইএফ। নিয়োগ বাতিলের দাবিতে বুধবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা কৃষি দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করেছে। সংগঠনের তরফে জেলার অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। ডিওয়াইএফ সূত্রে জানানো হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা না হলে রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলে স্মারকলিপিতে জানানো হয়েছে।
অতিরিক্ত জেলাশাসক সোনম ওয়াংডি ভুটিয়া বলেন, “নিয়োগ সংক্রান্ত বিষয়ে অভিযোগ ও দাবি রাজ্যের মুখ্য সচিবের কাছে পাঠিয়ে দেওয়া হবে।”
রাজ্য কৃষি দফতরের নির্দেশে গত মঙ্গলবার জেলা দফতর থেকে ১৪ জনকে মাসিক ৬,৬০০ টাকা বেতনে চুক্তির ভিত্তিতে চতুর্থ শ্রেণির কর্মী পদে নিয়োগপত্র দিয়েছেন। বিষয়টি জানাজানি হতে ঐদিনই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামে ডিওয়াইএফ। জেলার উপ কৃষি অধিকর্তা শিবপ্রসাদ রায়কে ডিওয়াইএফ কর্মী সমর্থকরা দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে। |
রায়গঞ্জের কর্ণজোড়ায় বিক্ষোভ। ছবি: তরুণ দেবনাথ। |
খাদ্য দফতর সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর জেলার উপ কৃষি অধিকর্তাকে কলকাতায় ডেকে পাঠিয়ে চতুর্থ শ্রেণির পদে নিয়োগের ১৪ জনের নামের তালিকা দেওয়া হয়। ১ জানুয়ারি থেকে নিয়োগের নির্দেশ দেওয়া হয়। প্রশাসনিক সূত্রের খবর গত ১৯ অক্টোবর রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের কৃষিমন্ত্রী ও কৃষি সচিব নিয়োগের লিখিত অনুমোদন দিয়েছেন। নিয়োগের নির্দেশে ১৪ জনের নাম, ঠিকানার পাশাপাশি ফোন নম্বরও উল্লেখ্য ছিল বলে জানা গিয়েছে। নিয়োগ পত্রে এ উল্লেখ্য থাকতে পারে কিনা সে প্রসঙ্গে শিবপ্রসাদবাবু বলেন, “নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমার কিছুই জানা নেই। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছি।”
জেলার লক্ষাধিক বেকার যুবক যুবতীকে অন্ধকারে রেখে আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়েছে বলেও এদিন ডিওয়াইএফআই-র তরফে দাবি করা হয়েছে। সংগঠনের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য প্রাণেশ সরকার বলেন, “আমরা এক সপ্তাহ অপেক্ষা করব। তার মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা না হলে, রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করব। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক কারণেই কৃষি বিপণন, জলসম্পদ ও জনস্বাস্থ্য কারিগরি দফতরেও নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ চলছে।” জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, “আজ বৃহস্পতিবার থেকে বেআইনি নিয়োগের প্রতিবাদে দলের তরফে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” যদিও জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য বলেন, “নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সরকারি ব্যাপার। দল প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করবে না।” |