টুকরো খবর
গান শোনা, সঙ্গে প্রদর্শনী
এ যেন উপরি পাওনা! বিষ্ণুপুরে বেড়াতে এসে সরকারি ট্যুরিস্ট লজে ওঠা পর্যটকেরা বিষ্ণুপুরী ঘরানার গান শুনতে পেরে আপ্লুত। পাশেই এই শহরের বিখ্যাত হস্তশিল্পের সম্ভার বালুচরী, দশাবতার তাস, শঙ্খ, লণ্ঠন ও পোড়ামাটির কাজ দেখতে পেরেও পর্যটকেরা যারপরনাই খুশি। নতুন বছরের প্রথম দিন সন্ধ্যায় সরকারি উদ্যোগে শুরু হয়েছে এই অনুষ্ঠান। বিষ্ণুপুরের মহকুমাশাসক অদীপকুমার রায় বলেন, “শীতকাল জুড়ে শনি ও রবিবার এবং দুর্গা পুজোর ছুটির দিনগুলিতে হবে এই অনুষ্ঠান। এতে বৈচিত্র আনতে বিষ্ণুপুরী ঘরানার গানের সঙ্গে জেলার বিশিষ্ট লোকশিল্পীদেরও আমন্ত্রণ জানানো হবে। থাকবে জেলার আদিবাসী নৃত্যের অনুষ্ঠানও।” কলকাতার নাকতলা থেকে জয়ন্ত চক্রবর্তী, বাঁশদ্রোণী থেকে শেখর সরকার বিষ্ণুপুরে এসে উঠেছেন সরকারি এই ট্যুরিস্ট লজে। সারা দিন মন্দির নগরীতে ঘোরাঘুরি শেষে লজেরই চত্বরে খোলা মঞ্চে বিষ্ণুপুরী ধ্রুপদে মুগ্ধ তাঁরা। তাঁদের কথায়, “বিষ্ণুপুরে এসে এখানকার শিল্পীদের কণ্ঠে গান শোনা এমনিতেই বড় পাওনা। সেই সঙ্গে প্রদর্শনী কক্ষে দেখতে পেলাম এলাকার হস্তশিল্পের নিদর্শন। সব মিলিয়ে খুব ভাল লাগল।”

বধূর অপমৃত্যু, খুনের নালিশ
আগুনে পুড়ে এক তরুণী বধূর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলেন মৃতার বাবা। ঘটনাটি কেন্দা থানার রেলিবেড়া গ্রামের। মৃত বধূর নাম লক্ষ্মীমণি মাহাতো (১৯)। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পুঞ্চা থানার কেন্দাডি গ্রামের বাসিন্দা লক্ষ্মীমণির সঙ্গে দু’বছর আগে রেলিবেড়া গ্রামের বাসিন্দা মুক্তিস্বরাজ মাহাতোর বিয়ে হয়েছিল। ওই দম্পতির এক বছরের একটি শিশুকন্যা রয়েছে। গত ২৮ ডিসেম্বর সকালে শ্বশুরবাড়িতে লক্ষ্মীমণি অগ্নিদগ্ধ হন। পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মৃতার বাবা অম্বুজ মাহাতো বুধবার কেন্দা থানায় লিখিত অভিযোগ করে দাবি করেছেন, তাঁর মেয়ের উপরে শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন চালাতেন। মেয়েকে খুন করা হয়েছে। মেয়ের পারলৌকিক কাজের জন্য অভিযোগ জানাতে দেরি হয়েছে বলে জানান অম্বুজবাবু। পুলিশ জানিয়েছে, মৃতার স্বামী-সহ ছ’জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তেরা পলাতক।

মাঠ সংস্কারের দাবি বড়জোড়ায়
বড়জোড়া হাইস্কুলের ফুটবল ময়দানটি সংস্কারের দাবি তুলল স্থানীয় বিধানচন্দ্র রায় স্মৃতিরক্ষা সমিতি। শুক্রবার বিষয়টি নিয়ে বড়জোড়া বিডিওকে স্মারকলিপিও দিয়েছে ওই সংগঠন। সংগঠনের সম্পাদক বিবেকানন্দ কেওড়া বলেন, “বড়জোড়া হাইস্কুলের ফুটবল ময়দানটি দীর্ঘ দিন ধরে পরিত্যক্ত। গোটা মাঠ এবড়ো খেবড়ো হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। এলাকার ছেলেমেয়েদের খেলাধুলো একেবারেই বন্ধ হয়ে পড়েছে। কারণ গোটা বড়জোড়ায় এই একটিই মাত্র মাঠ।” সমিতির দাবি, অবিলম্বে মাঠ সংস্কারের ব্যবস্থা করুক জেলা প্রশাসন। বড়জোড়ার বিডিও ইস্তেয়াক আহমেদ খান বলেন, “স্মারকলিপি পেয়েছি। দাবি খতিয়ে দেখা হবে।”

বই দিবস
বই দিবসে মানবাজার ব্লকের বিজয়ডি হাইস্কুলে পড়ুয়াদের বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক কল্যাণীপ্রসাদ মাহাতো জানান, রাজ্য সরকারের বিনামূল্যে বই বিলি কর্মসূচির অঙ্গ হিসাবেই বুধবার স্কুলের ৬০০ পড়ুয়াকে বই দেওয়া হয়। পুরুলিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি নীলকমল মাহাতো এ দিনের অনুষ্ঠানে ছিলেন।

মন্দিরে চুরি
চুরি আটকাতে ‘আরজি-পার্টির’ বন্দোবস্ত করে দিয়েছিল পুলিশ। কিন্তু তাতেও আটকানো গেল না মন্দিরে চুরি। মঙ্গলবার রাতে চিনপাই গ্রামের শতাব্দী প্রাচীন সিদ্ধেশ্বরী কালীমন্দির থেকে চুরি গেল টাকা। বীরভূমের সদাইপুর থানার ওই কালীমন্দিরে এই নিয়ে পাঁচ বার চুরি হয়। অথচ পুলিশ কোনও ঘটনারই কিনারা করতে না পারায় বাসিন্দারা আন্দোলনের হুমকি দিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.