লড়াইয়ে ফিরবে ভারত, আগাম ভবিষদ্বাণী করলেন সচিন |
সংবাদসংস্থা • মুসৌরি |
ভারতীয় দল যখন পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ বাঁচাতে নামছে আজ ইডেনে, তখন তার থেকে সহস্র যোজন দূরে রয়েছেন সচিন তেন্ডুলকর। বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই এখন সত্যি। তবে সশরীরে না থাকলেও ভারতীয় ড্রেসিংরুমে তাঁর উপস্থিতি এখনও ঠিক আগের মতোই। তাই মুসৌরিতে থেকেও চিরপ্রতিদ্বন্ধি পাকিস্তান ম্যাচের উত্তেজনা থেকে নিজেকে আলাদা করতে পারেন নি তিনি। |
|
মন ইডেনে। সচিন অবশ্য মুসৌরিতে ছুটির মেজাজে। বুধবার। ছবি: পিটিআই। |
সিরিজে ০-১ পিছিয়ে থাকলেও দল যে আবার জয়ে ফিরবে সে বিষয়ে নিঃসংশয় সচিন। “এখন ভারতীয় দলের অংশ না হলেও সব সময় আমার সমর্থন দলের সঙ্গে থাকবে। এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে ধোনিরা আবার সিরিজের লড়াইয়ে ফিরবে। আমার শুভেচ্ছা রইল।” বলছেন সদ্য এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়া সচিন তেন্ডুলকর। অবসর নেওয়ার পর থেকেই সচিন পরিবার নিয়ে মুসৌরিতে ছুটি কাটাতে ব্যস্ত। দীর্ঘ তেইশ বছরের ক্রিকেটীয় জীবনের অভিজ্ঞতা সম্পর্কে সচিন বলছেন,“জীবনের উত্থান-পতনে যে রকম একই ভাবে সমর্থকদের ভালবাসা পেয়েছি তাতে আমি অভিভূত।” আর মুসৌরি সম্পর্কে সচিনের মত,“গত তেইশ বছরে খেলার অসম্ভব চাপ থাকায় সেভাবে পরিবারের সঙ্গে কোথাও যাওয়া হয়নি। তবে এখানে এসে আমাদের ভারত যে কতটা সুন্দর তা বুঝতে পারছি।” |
|