|
|
|
|
ইডেন-যুদ্ধে নামার আগে নতুন জেহাদ যুবরাজের |
রাজীব ঘোষ • কলকাতা |
‘কর্কট রাক্ষস’-এর বিরুদ্ধে নতুন জেহাদ ঘোষণা করে ইডেন-যুদ্ধে নামছেন যুবরাজ সিংহ।
যুবি ক্যান। যুবি পারে। তা থেকেই ‘ইউউইক্যান’। ক্যানসারের সঙ্গে যুদ্ধে যুবরাজের লড়াকু-সংস্থা। নামটার মানে করলে দাঁড়ায়, আমরা সবাই মিলে পারি। ক্যানসারের বিরুদ্ধে জেহাদে যুবির মূলমন্ত্র এখন এটাই।
ক্রিকেটে বারবার থাবা বসাচ্ছে ক্যানসার। আক্রান্ত মার্টিন ক্রো। টনি গ্রেগ, ক্রিস্টোফার মার্টিন জেনকিন্সদের জীবনযুদ্ধে হার মানতে হল। তাতে স্বাভাবিক ভাবেই বিচলিত যুবরাজ। নিজে ‘কর্কট-রাক্ষস’কে হারিয়েছেন। এখন চান সারা দেশ এর বিরুদ্ধে রুখে দাঁড়াক। বললেন, “শুরুতেই যদি ক্যানসার ধরা পড়ে, তা হলে বেশি ক্ষতি হয় না। সময় থাকতে রোগ ধরা পড়া জরুরি। সঠিক চিকিৎসকের কাছে যাওয়াও খুব গুরুত্বপূর্ণ। আর দরকার আশপাশের লোকেদের সমর্থন, যা আমি ভরপুর পেয়েছি।” |
|
তিনি যুবরাজ সিংহ লড়েই চলেছেন ক্যানসারের বিরুদ্ধে। এ দিন টিম হোটেলে শহরের
নামী হাসপাতালের সঙ্গে মোবাইল স্ক্রিনিং ইউনিটের উদ্বোধনে। ছবি: উৎপল সরকার। |
গত মাসেই তাঁর ক্যানসার সংস্থা ‘ইউউইক্যান’ হাত মিলিয়েছে বিখ্যাত অ্যাপোলো গ্লেনিগলস হসপিটালের সঙ্গে। বুধবার ফ্ল্যাগ অফ করলেন তাদের ভ্রাম্যমান ক্যানসার স্ক্রিনিং ইউনিটের। যা বাংলার বিভিন্ন প্রান্তে গিয়ে সহায়-সম্বলহীন মানুষের রোগ নির্ণয় করে চিকিৎসায় সাহায্য করবে। বুধবারই ইউনিট ছুটল উত্তর ২৪ পরগনার শিউলি গ্রামে। সংস্থার সিইও চিকিৎসক রূপালি বসু জানালেন, আগামী এক সপ্তাহ মোবাইল ইউনিট ঘুরবে এই জেলারই বিভিন্ন অঞ্চলে। তার পর অন্য জেলায়। ২০১২ যেমন লড়াই করে কেটেছে, এই বছরটা তুলনায় অনেক শান্তিতে কাটাবেন বলে আশা যুবরাজের। তাঁর মতোই, ২০১২-য় কঠিন সময় গিয়েছে জীবনযুদ্ধে যুবরাজের আদর্শ যিনি, সেই লান্স আর্মস্ট্রংয়েরও। জীবনযুদ্ধে জয়ী হয়েও তারকা সাইক্লিস্ট এখন সর্বহারা, ডোপিংয়ের অপরাধে। তবু যুবরাজ বলছেন, “এত কিছুর পরেও লান্সই আমার হিরো। ওকে নতুন বছরে সে কথা জানিয়ে মেসেজ পাঠিয়েছি। যাই হোক না কেন, ক্যানসারের বিরুদ্ধে ওর লড়াইটা তো আর মিথ্যা নয়!” |
|
|
|
|
|