|
|
|
|
নজিরবিহীন সংবর্ধনায় মাঠে আজ তিন প্রজন্মের মিলন |
দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় • কলকাতা |
শুধু এই সময়ের মহম্মদ ইরফান বা বীরেন্দ্র সহবাগ নন, ইডেনে বৃহস্পতিবারের জমজমাট ক্রিকেট-বিনোদনে থাকছেন ভারত-পাকিস্তানের অতীত ও বর্তমানের ক্রিকেট নক্ষত্ররাও।
সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া জানিয়েছেন, লাঞ্চ-বিরতিতে সংবর্ধিত হবেন দু’দেশের পঁচিশ ক্রিকেটার। নিঃসন্দেহে অভিনব উদ্যোগ। একসঙ্গে দু’দেশের এতজন ক্রিকেটার সংবর্ধিত হচ্ছেন, শেষ কবে দেখা গিয়েছে? ভারত কেন, বিশ্বের কোনও মাঠেই?
সংবর্ধনায় দু’দেশের ‘হুজ হু’-দের হাতে রৌপ্যপাত্র, টাই, শাল এবং সাম্মানিক এক লক্ষ টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের ষোলো ক্রিকেটারের সঙ্গে রয়েছেন পাকিস্তানের ন’জন। সংবর্ধনার পর খোলা জিপে তাঁদের স্টেডিয়াম ঘোরানোর ব্যবস্থাও রেডি। বাকি জিপে দু’জন করে থাকলেও ‘ঘরের ছেলে’ সৌরভ একাই থাকবেন একটা জিপে।
দুই প্রতিবেশীর সংবর্ধনাপ্রাপকদের তালিকায় ভারত থেকে বিষেণ সিংহ বেদী, দিলীপ বেঙ্গসরকর, শ্রীকান্ত, সুনীল গাওস্কর, অনিল কুম্বলে, অজিত ওয়াড়েকরদের সঙ্গে থাকছেন বিশ্বনাথ, লক্ষ্মণ, কপিল দেব, রবি শাস্ত্রী, সৌরভ গঙ্গোপাধ্যায়, সহবাগ, গম্ভীর, ধোনি, যুবরাজ এবং সন্দীপ পাতিলরা। পাকিস্তান থেকে আসছেন সাদিক মহম্মদ, ইন্তিখাব আলম, ইমতিয়াজ আহমেদ, মুস্তাক মহম্মদ, ওয়াসিম আক্রম, রামিজ রাজা, মিসবা উল হক, ইউনিস খান এবং শোয়েব মালিক।
সচিন তেন্ডুলকর আগেই জানিয়ে দিয়েছেন, তিনি থাকতে পারবেন না। দু’দেশের উল্লেখযোগ্য অনুপস্থিতের তালিকায় রয়েছে ইমরান খান এবং মোহিন্দর অমরনাথের মতো বড় নামও। তবে দু’জনেই ভারত-পাক দুই বোর্ডের ‘গুড-বুকে’ না থাকায় ব্রাত্য বলে মনে করা হচ্ছে। ইমরানকে নিয়ে যেমন পাক বোর্ডের ‘না পসন্দ’ মনোভাব, তেমনই ভারতীয় বোর্ডে ব্রাত্য মোহিন্দর। সিএবি-র তালিকায় প্রথমে নাম থাকলেও ম্যাচ গড়াপেটা কাণ্ডে নির্বাসন না ওঠায় দেখা যাবে না মহম্মদ আজহারউদ্দিন এবং সেলিম মালিককে। ভাইঝির বিয়েতে ব্যস্ত থাকবেন বলে আসতে পারছেন না রাহুল দ্রাবিড়। তবে আক্ষেপ দূরে সরিয়ে বছর শুরুর ক্রিকেট কার্নিভালে ইডেনের ক্রিকেটপ্রেমী জনতার কাছে সিএবি প্রেসিডেন্টের আবেদন, “অতীত হিরোদের ভুলবেন না। লাঞ্চে মাঠে থেকে তাঁদের জন্য গলা ফাটান। উপভোগ করুন ক্রিকেটের তিন প্রজন্মের মেলবন্ধন।” |
|
|
|
|
|