প্রযুক্তিতে সায় দিলেন কপিল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তিনি বোলিং মেশিনে অনুশীলনের সুযোগ পাননি। তা সত্ত্বেও নামের পাশে ৪৩৪ উইকেট। সেই কপিল দেব নিখাঞ্জ কিন্তু ২০১৩ তে দাঁড়িয়ে খুদে ক্রিকেটারদের তুলে আনতে পরিশ্রমের সঙ্গে প্রযুক্তির মিশেল চাইছেন। ‘হরিয়ানা হ্যারিকেন’-এর পরামর্শ, “বোলিং মেশিনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন রয়েছে আজকের দিনে। এর ফলে আগামী দিনের ক্রিকেটাররা বাইশ গজে সব ধরনের আক্রমণের বিরুদ্ধে নিজেদের উৎকর্ষ বাড়াতে পারবে।” |
|
বিবেকানন্দ পার্কে বোলিং মেশিনের সামনে প্রাক্তন এনসিএ প্রধান কপিল দেব। বুধবার। ছবি: শঙ্কর নাগ দাস। |
এ দিন দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং মেশিনের উদ্বোধন করতে এসে ক্রিকেটার তৈরির পাঠশালায় শুরু থেকেই প্রযুক্তি ব্যবহারের জন্য জোরালো সওয়াল কপিলের। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে কপিলের আবেদন, “যে সব ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র ক্রিকেটার গড়তে প্রযুক্তি ব্যবহার করছে তাদের বোর্ডের স্বীকৃতি দেওয়া হোক।” অ্যাকাডেমির দুই প্রধান মুখ প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় এবং উদ্যোগপতি অঞ্জন চট্টোপাধ্যায়ের সামনে কপিলের গলায় আশার সুর, “আবেগ, পরিশ্রম এবং প্রযুক্তি যদি এক সঙ্গে কাজ করতে শুরু করে তা হলে আগামী দিনে সৌরভ বা তার চেয়েও ভালো ক্রিকেটার এই শহর থেকেই বেরিয়ে আসবে।” |
|