|
|
|
|
|
ইডেনেও আজ সুইং-ই রাজা
ইমরান খান |
|
নিজে পেস বোলার ছিলাম বলেই জোর দিয়ে বলতে পারি, বছরের এই সময়টা ভারতে ক্রিকেট খেলার জন্য সেরা সময়। চেন্নাইয়ের ম্যাচটাই তার প্রমাণ। চেন্নাইয়ে পাকিস্তানের টস জেতাটা খুব কাজে দিয়েছিল। কারণ চেন্নাইয়ের সে দিনের আবহাওয়ায় বল দারুণ সুইং করছিল, পিচে পড়ার পরে খুব ভাল মুভ করছিল। তবে এটাও ঠিক যে, জুনায়েদ খান আর মহম্মদ ইরফান আবহাওয়াকে দারুণ ভাবে কাজে লাগায়। জুনায়েদের কথা আলাদা করে বলব। সত্যিই অসাধারণ বল করেছে। ও গুরুত্বপূর্ণ চারটে উইকেট তুলে নিয়ে যে ধাক্কাটা দিয়েছিল, সেটা সামলে ভারতের পক্ষে ঘুরে দাঁড়ানো সব সময় অসম্ভব কঠিন ছিল। জুনায়েদের বোলিংয়ে সে দিন সুইংয়ের সঙ্গে গতিটাও ছিল বলেই ভারতীয় ব্যাটসম্যানরা ওকে খেলতে গিয়ে নাজেহাল হয়েছে। এক জন পেসার ব্যাটসম্যানদের পরাস্ত করে ফেরত পাঠাচ্ছে-- ক্রিকেটে এর থেকে চোখ জোড়ানো দৃশ্য আর নেই।
আর কলকাতা আবহাওয়া নিয়ে যে রকম খবর পাচ্ছি, তাতে আমি নিশ্চিত, কলকাতাতেও এমন চোখ জোড়ানো দৃশ্য দেখা যাবে। যা শুনছি, কলকাতায় নাকি বেশ ঠান্ডা পড়েছে। যার মানে বল আরও বেশি সুইং করবে। কলকাতায় আবহাওয়া নিয়ে একমাত্র চিন্তা হল শিশির। ইডেন গার্ডেন্স-এ এই শিশির পড়ার ব্যাপারটা বরাবরের সমস্যা। তবে শিশিরের মোকাবিলায় খেলা শুনছি বেলা বারোটাতেই শুরু করে দেওয়া হবে। তার মানে শিশিরের প্রভাব যতটা সম্ভব কমানোর জন্য যত রকম ভাবে পারা যায় চেষ্টা করা হচ্ছে। তবু আমার ধারণা, আজ ইডেনেও সুইং-ই হবে রাজা। |
|
আজ জ্বরের সঙ্গেও লড়াই গুলের। ছবি: উৎপল সরকার। |
মহেন্দ্র সিংহ ধোনিকে অধিনায়কের আসন থেকে সরানোর জন্য ভারতে দেখছি খুব হইচই চলছে। আমি কিন্তু এতে বেশ অবাক-ই। আমার মতে ও খুব ভাল ক্যাপ্টেন, মানে যাকে সত্যিকারের নেতা বলা যায়। টেস্টে ওর ব্যর্থতার একটা বড় কারণ ভারতের দুর্বল বোলিং। ম্যাচে কুড়ি উইকেট নেওয়ার মতো বারুদ ভারতীয় বোলারদের মধ্যে নেই। গত বছর ব্যাটিং বিভাগও ফর্মে ছিল না। ভারত তাই টেস্টে পর পর হেরেছে। তবে টেস্টের ফলাফল নেতা ধোনির পক্ষে না গেলেও এক দিনের ক্যাপ্টেন্সি থেকে ওকে সরানো একদম বোকামি হবে। আমার কাছে, চেন্নাইয়ে ও যে ভাবে ব্যাট করল সেটা বিপর্যয়ের মধ্যেও দলকে কী ভাবে নেতৃত্ব দিতে হয়, তার আদর্শ উদাহরণ।
ভারত বনাম পাকিস্তান, এখনও পর্যন্ত যে তিনটে ম্যাচ হল, তিনটেই দারুণ আকর্ষণীয় হয়েছে। ইসলামাবাদে আমার ছেলেদের সঙ্গে বসে খেলা দেখছি। দু’টো দলের মধ্যে এমন হাড্ডাহড্ডি লড়াই দেখে বারবার মনে হচ্ছে, এর সঙ্গে তিনটে টেস্ট ম্যাচের একটা সিরিজ থাকা উচিত ছিল। দুই দেশের জন্যই, সেটা হত সত্যিকারের নতুন বছরের উপহার! |
|
|
|
|
|