|
|
|
|
পাক স্পিনাররাও কিন্তু
ম্যাচের ভাগ্য ঠিক করে
দিতে পারে আজ |
|
|
সাত বছর পর ইডেনে ফের ভারত-পাক মহাযুদ্ধ। সাত ফুট একের মহম্মদ ইরফান থেকে মহেন্দ্র সিংহ ধোনির
ব্যাটিং প্রত্যাবর্তনজমজমাট ক্রিকেট বিনোদনের সব মশলা মজুত। বৃহস্পতিবারের ইডেনে কোন
পাঁচটা জিনিসের দিকে চোখ রাখবেন? উত্তর খুঁজলেন
দীপ দাশগুপ্ত |
সময়
এই প্রথম দুপুর বারোটায় শুরু হতে চলেছে ওয়ান ডে ম্যাচ। তার কী কী প্রভাব পড়তে পারে ম্যাচে, এখনও কেউ জানে না। তবে জল্পনা চলছে প্রচুর। শুনলাম ধোনিও আজ বলেছে, ইডেনে শিশির ফ্যাক্টর অত গুরুত্বপূর্ণ হবে না। দুই ইনিংসেই পিচ মোটামুটি এক রকম থাকবে, তাই টসের গুরুত্বও ইডেনের আগেকার ম্যাচের চেয়ে অনেক কমে যাবে। আমার কিন্তু মনে হয়, বারোটায় শুরু হওয়ার প্রভাব ম্যাচে পড়ার ভাল রকম সম্ভাবনা আছে। আর টস নিয়ে ধোনি যা-ই বলুক, আমার মনে হয় টস জিতলে আগে ব্যাট করে নেওয়াই ভাল। লাঞ্চ থেকে চা-বিরতি এই দু’ঘণ্টায় সবচেয়ে বেশি রান ওঠে। আগে ব্যাট করলে এই সময়টা ব্যাট করার সুযোগ পাবে ভারত।
ওপেনিং
ইডেনে টিম ইন্ডিয়াকে জিততে গেলে দুই ওপেনারকে খুব বড় ভূমিকা নিতে হবে। পাকিস্তানের পেসাররা যদি আমাদের টপ অর্ডারকে আবার নড়িয়ে দেয়, তা হলে চিপকের ভূত হয়তো ইডেনেও ভারতকে তাড়া করবে। ইডেনের পিচ যা দেখলাম, তাতে বৃহস্পতিবার প্রচুর রান উঠবে বলেই মনে হচ্ছে। সে ক্ষেত্রে ওপেনিং জুটিটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার উপর এই প্রথম সচিন তেন্ডুলকরকে ছাড়া ইডেনে নামছে ভারত। সেই বাড়তি মানসিক চাপটাও কিন্তু সহবাগ-গম্ভীরদের নিতে হবে।
পাক বোলিং
পাকিস্তানের বোলিং নিয়ে নতুন আর কী বলব! সইদ আজমল আর হাফিজ বিশ্বের এক এবং দু’নম্বর স্পিনার রয়েছে ওদের হাতে। ম্যাচের মাঝামাঝি ওদের কুড়িটা ওভার ভারতীয় ব্যাটসম্যানরা কী ভাবে সামলায়, সেটা দেখতে চাই। বৃহস্পতিবারের ইডেনে কিন্তু এই দু’জনই তফাত গড়ে দেবে।
চাপ
দু’দলের ক্যাপ্টেন যতই ‘কুল’ থাকুক, দিনের শেষে তো ম্যাচটা ভারত বনাম পাকিস্তান! তার একটা বাড়তি চাপ থাকতে বাধ্য। আমি মনে করি ভারত-পাক লড়াই ক্রীড়াবিশ্বের যে কোনও প্রতিদ্বন্দ্বিতাকে হার মানিয়ে দেবে। দুই দেশেই ক্রিকেট একটা ধর্ম। তার উপর ইডেনের গ্যালারির কানফাটানো চিৎকার। আসল লড়াইটা কিন্তু নার্ভের লড়াই। যে দলটা নিজেদের নার্ভ ঠান্ডা রাখতে পারবে, তারাই ম্যাচ নিয়ে যাবে।
আবহাওয়া
ইডেনে ভারত-পাক ম্যাচের আগে শিরোনামের অনেকটাই দখল করে নিয়েছে আবহাওয়া। আমি মনেপ্রাণে চাইছি, বৃষ্টি যেন না হয়। এত ভাল একটা ম্যাচ যেন বৃষ্টি বা ডাকওয়ার্থ-লুইসের ধাক্কায় ম্যাড়ম্যাড়ে না হয়ে যায়। |
|
|
|
|
|