সমর্থক শূন্য মাঠে অনুশীলন শুরু নবির
ডার্বি ম্যাচে চোট পাওয়া রহিম নবি অনুশীলনে ফিরলেন। অস্ত্রোপচারের পর মাঠে ফেরা পান্ডুয়ার ছেলেকে অবশ্য দেখতে পেলেন না সবুজ-মেরুন সমর্থকরা। কার্যত ফাঁকা মাঠেই বুধবার পুনরাবির্ভাব হল ফেডারেশনের বিচারে এ বার দেশের সেরা ফুটবলারের।
আই লিগ থেকে ফেডারেশন ক্লাবকে নির্বাসনে পাঠানোর পরদিন থেকে মোহনবাগানের বড় কর্তারা ক্লাবে আসছেন না। সমর্থকদেরও মাঠে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছেন। দর্শক শূন্য মাঠ দেখে নবিও বলে ফেললেন, “সমর্থকরা মাঠে থাকলে ভাল লাগে। তবে ক্লাবের সিদ্ধান্ত সবাইকে মানতেই হবে।”
ফেডারেশন কবে নির্বাসনের শাস্তি কমানোর জন্য কর্মসমিতির বৈঠক ডাকবে তার নিশ্চয়তা নেই। ফলে টোলগে, নির্মলদের মোটিভেশনও এই মুহূর্তে শূন্য। পরের ম্যাচ কবে রয়েছে সেটাও কারোর জানা নেই। করিম যেমন এ দিন সাংবাদিক সম্মেলনই করলেন না। শুধু বললেন, “কবে ম্যাচ আছে, বা আই লিগে কী হবে জানা নেই। তাই নতুন করে বলার কিছু নেই। তবে শনিবার আমি একটা অনুশীলন ম্যাচ খেলাব।”
অনুশীলনে ফিরলেও টোলগে-নবিরা সেই জালে বন্দিই।-নিজস্ব চিত্র
এ দিকে বাগান অধিনায়ক ওকোলি ওডাফা বড় শাস্তির মুখে দাঁড়িয়েও ঈশ্বরের উপর আস্থা রাখছেন। শো’কজের চিঠি তিনি হাতে পেয়ে গিয়েছেন। বলছিলেন, “আমি এখনও ভগবানের প্রতি আস্থা হারাইনি। সব ঠিক হয়ে যাবে।” ইস্টবেঙ্গল আবার সালগাওকর ম্যাচ খেলতে আজ বৃহস্পতিবারই গোয়া উড়ে যাচ্ছে। দু’টো বাইরের ম্যাচের কথা মাথায় রেখেই ২০ জনের দল নিয়ে যাচ্ছেন ট্রেভর মর্গ্যান। অ্যারোজ ম্যাচের ১৮ জনের সঙ্গে দলে ঢুকছেন ওপারা ও সৌমিক দে। আই লিগের পরবর্তী ১২টি ম্যাচের (মোহনবাগানকে ধরেননি হিসাবে) মধ্যে মর্গ্যানের লক্ষ্য আট থেকে নয়টি ম্যাচে জয় পাওয়া। বললেন, “আই লিগ চ্যাম্পিয়ন হতে গেলে অন্তত ৫৬ পয়েন্ট পেতে হবে। সেই লক্ষ্য নিয়ে সালগাওকর ম্যাচ থেকেই আমরা আক্রমণাত্মক খেলব।” এ দিকে চোট পেয়ে পুরো মরসুমের জন্য মাঠের বাইরে চলে গেলেন মহমেডানের সানডে। অলোক মুখোপাধ্যায়ের অনুশীলনে যোগ দিলেন যুক্তরাষ্ট্রের এক স্ট্রাইকার। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে খেলতে ডেম্পো বুধবার রাতেই এসে গেল কল্যাণীতে। র্যান্টি বনাম ডেম্পো ম্যাচ শুক্রবার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.