পবর্তারোহণে উৎসাহ দিতে ‘ওয়াল’ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পাহাড়ে চড়ার মতো অভিযান ক্রীড়ায় উৎসাহ দিতে এগিয়ে এলেন শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। বুধবার পুরসভা এবং যুব কল্যাণ বিভাগের উদ্যোগে সূর্যসেন পার্কে অন্তর্জাতিক মানের ‘ক্লাইম্বিং ওয়াল’ তৈরির কাজ শুরু হল। ছিলেন মেয়র গঙ্গোত্রী দত্ত, ক্রীড়া এবং পরিকল্পনা বিভাগের মেয়র পারিষদ কৃষ্ণ পাল, অরিন্দম মিত্ররা। পর্বতারোহী রাজীব মণ্ডল, সুব্রত দে, কল্যাণ দেব, হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের মুখপাত্র অনিমেষ বসু ছিলেন। মেয়র বলেন, “ক্লাইম্বিং ওয়াল তৈরির করতে যে খরচ হবে তার ২৫ শতাংশ পুরসভা দেবে। বাকি টাকা যুব কল্যাণ দফতরের তরফে বরাদ্দ করা হয়েছে।” অভিজ্ঞ একটি সংস্থাকে দিয়ে ১৩ মিটার উঁচু ওই ‘ক্লাইম্বিং ওয়াল’ তৈরি করা হচ্ছে। খরচ হবে ১৭ লক্ষ ২৪ হাজার টাকা। |
|
শিলিগুড়ি সূর্যসেন পার্কে ‘ক্লাইম্বিং ওয়াল’ তৈরির শিলান্যাসে মেয়র। —নিজস্ব চিত্র। |
দার্জিলিঙে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সস্টিটিউট (এইচএমআই)-এ পাহাড়ে চড়ার প্রশিক্ষণ দিতে ‘ক্লাইম্বিং ওয়াল’ থাকলেও উত্তরবঙ্গে সমতলে এ ধরনের কোন পরিকাঠামো নেই। সে ক্ষেত্রে শিলিগুড়িতে ওই ‘ক্লাইম্বিং ওয়াল’ তৈরি হলে স্থানীয় বাসিন্দাদের অনেকেই উৎসাহী হবেন বলে এ দিন সংস্থার পক্ষে জানান অনিমেষবাবু, রাজীববাবুরা। পুরসভার পক্ষে জানানো হয়েছে পরিকাঠামো তৈরি হলে প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাহাড়ে চড়ার প্রশিক্ষণের ব্যবস্থাও হবে। নির্মাণকাজে যুক্ত সংস্থার তরফে দিলীপ নস্কর জানান, ‘স্পিড ক্লাইম্বিং’, ‘লিড ক্লাইম্বিং’, ‘বোল্ডার ক্লাইম্বিং’ ইত্যাদি বিভিন্ন উপায়ে পাহাড়ে চড়ার প্রশিক্ষণ দিতে উপযুক্ত পরিকাঠামো তৈরি করা হবে। মার্চ মাসেই ‘ক্লাইম্বিং ওয়াল’ তৈরি শেষ হবে বলে জানান তিনি। মেয়র পারিষদ অরিন্দম মিত্র জানান, পাহাড়ে চড়ার প্রশিক্ষণ দিতে কোর্স করানো হবে।
|
রাজ্য যোগাসন |
যোগা ওয়েলফেয়ার অ্যান্ড স্পোটর্স অ্যাসোসিয়েশন আয়োজিত রাজ্য যোগাসন প্রতিযোগিতায় বালিকা বিভাগে প্রথম হল বিষ্ণুপুরের প্রিয়াঙ্কা কর। সম্প্রতি হুগলির বাঁশবেড়িয়ায় এই প্রতিযোগিতা হয়। প্রিয়াঙ্কা বিষ্ণুপুর মল্লভূম যোগ সেন্টারের ছাত্রী। ওই সংস্থার সম্পাদক সুবোধ দে জানান, প্রিয়াঙ্কা রাজ্যে প্রথম হয়ে বাঁকুড়া জেলার মুখ উজ্জ্বল করেছে।” |
|