কেন্দ্র-রাজ্যকে নোটিস দিল সুপ্রিম কোর্ট
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
খাস রাজধানী-সহ দেশের কোনও প্রান্তেই সুরক্ষিত নন মেয়েরা, এই পরিস্থিতিতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে কী পদক্ষেপ করছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি, তা জানতে চেয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। চার সপ্তাহের মধ্যে আদালতে এই উত্তর পেশ করার নির্দেশও দেওয়া হয়েছে। এ ছাড়া আজ দিল্লি পুলিশকে ভর্ৎসনা করেছে দিল্লি হাইকোর্ট। চলন্ত বাসে গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ চলাকালীন ১৪৪ ধারা জারি করায় আজ দিল্লি পুলিশের কড়া সমালোচনা করে হাইকোর্ট। |
ফের পথে
ক’দিন আগে প্রতিবাদী ভিড় যন্তর-মন্তর থেকে কার্যত ফিরিয়ে দিয়েছিল তাঁকে। শীলা দীক্ষিত তবু
পথে নামলেন বুধবার। হাঁটলেন দিল্লি মহিলা কমিশন আয়োজিত মহিলা সুরক্ষা সম্মান মিছিলে। ছবি: পিটিআই |
১৬ ডিসেম্বর দিল্লির গণধর্ষণ-কাণ্ডের পরই আইনজীবী মুকুল কুমার এবং অবসরপ্রাপ্ত মহিলা আইএএস অফিসার প্রমীলা শঙ্কর সুপ্রিম কোর্টে দু’টি পৃথক জনস্বার্থ মামলা করেন। সেগুলিতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এবং ধর্ষকদের কড়া শাস্তির জন্য বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। তারই মধ্যে একটিতে ধর্ষণের মামলাগুলির দ্রুত শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের কথাও বলা হয়েছে। এই বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছে সুপ্রিম কোর্ট। কাল এই মামলার শুনানিও রয়েছে।
পাশাপাশি, ইন্ডিয়া গেটে বিক্ষোভ সামাল দিতে ১৪৪ ধারা জারি করার জন্য আজ পুলিশের কড়া সমালোচনা করে দিল্লি হাইকোর্ট। বিক্ষোভকারীদের মধ্যে কেউ আইনবিরুদ্ধ কোনও কাজ করে থাকলে অন্য ভাবেও পরিস্থিতি সামাল দেওয়া যেত বলে আজ মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতিরা। দেশ জুড়ে এত দিন ধরে ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানাচ্ছে বিক্ষোভকারীরা। তার পরিপ্রেক্ষিতে আজ জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, ধর্ষকদের কী ধরনের শাস্তি হওয়া উচিত এবং মহিলাদের সুরক্ষা কী ভাবে নিশ্চিত করা সম্ভব, তা নিয়ে আগামী মঙ্গলবার আলোচনায় বসবে তারা। পরে কেন্দ্রকে এই নিয়ে পরামর্শ দেওয়া হবে বলেও জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন কে জি বালকৃষ্ণন।
|
আর্থিক সাহায্য
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ধর্ষণের শিকার হওয়া গরিব মেয়েরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাবেন। নারী ও শিশুকল্যাণ দফতরের এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে যোজনা কমিশন। যদিও নারী ও শিশু কল্যাণ দফতর গরিব, বড়লোক সব ধর্ষিতাদেরই আর্থিক সাহায্য দেওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু কমিশন শুধু গরিবদেরই আর্থিক সাহায্য দেওয়ার পক্ষে মত দিয়েছেন। |
|