অবশেষে ওয়েবসাইট, তবু অধরা ‘বেঙ্গল লিড্স’-এর সুলুকসন্ধান
ড়িঘড়ি ‘বেঙ্গল লিড্স’-এর ওয়েবসাইট তৈরি করল রাজ্য সরকার। কিন্তু নেহাতই দায়সারা ভাবে।
এ বছরের ‘বেঙ্গল লিড্স’ শিয়রে এসে গেলেও সরকারি ওয়েবসাইট যে গত বছরেই পড়ে রয়েছে, সে কথা দু’দিন আগে প্রকাশিত হয়েছিল আনন্দবাজারে। ‘বেঙ্গল লিড্স’-এর ঠিক আগে অনুষ্ঠিত হতে চলা ‘ভাইব্রান্ট গুজরাত’-এর সঙ্গে তুলনা টেনে জানানো হয়েছিল, কী ভাবে মাউসের এক ক্লিকেই জেনে নেওয়া যাচ্ছে ওই শিল্প সম্মেলনের খুঁটিনাটি।
মঙ্গলবার সেই খবর প্রকাশের পর বুধবার রাতে আত্মপ্রকাশ করল ‘বেঙ্গল লিড্স ২০১৩’-র ওয়েবসাইট। তাতে আসন্ন শিল্প সম্মেলনের অনুষ্ঠানসূচি দিলেও সবিস্তার বিবরণ দেওয়ার প্রয়োজন বোধ করেনি সরকার। ফলে স্বাভাবিক ভাবেই হতাশ শিল্পমহলের অনেকের মন্তব্য, রাজ্য শিল্পায়নকে কতটা অগ্রাধিকার দেয়, ‘বেঙ্গল লিড্স’-এর প্রস্তুতি থেকেই তা স্পষ্ট।
রাজ্যে বিনিয়োগ টানতে ১৫ থেকে ১৭ জানুয়ারি হলদিয়ায় অনুষ্ঠিত হচ্ছে ‘বেঙ্গল লিড্স’। অর্থাৎ, দু’সপ্তাহেরও কম সময় হাতে। কিন্তু এখনও চূড়ান্ত হয়নি আলোচনা সভার খুঁটিনাটি। ফলে সাইটে বক্তার তালিকা নেই। নেই কবে কোন আলোচনা হবে, সেই সংক্রান্ত নির্দিষ্ট তথ্যও। থাকার মধ্যে রয়েছে বিভিন্ন বণিকসভার নাম, আর তার পাশে আলোচনার বিষয় হিসেবে বিভিন্ন শিল্প ক্ষেত্রের উল্লেখ। যেমন পরিকাঠামো, ছোট ও মাঝারি শিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উপর আলোচনার দায়িত্ব পেয়েছে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। সিআইআই-এর দায়িত্ব স্বাস্থ্য ও উৎপাদন শিল্প নিয়ে আলোচনার। ছোট ও মাঝারি শিল্প সংক্রান্ত আলোচনার ভার অ্যাসোচ্যামের।
কিন্তু এ নিয়েও বিস্তর ধোঁয়াশা। কারণ, একই বিষয়ে আলোচনার দায়িত্ব পেয়েছে একাধিক বণিকসভা। এমনকী যে বণিকসভা যে বিষয়ে দক্ষ, আলোচনার দায়িত্ব দেওয়ার সময় তা মাথায় রাখা হয়নি বলে অভিযোগ। বণিকসভাগুলির সূত্রে জানা যাচ্ছে, ডিসেম্বরের শেষ সপ্তাহে ‘বেঙ্গল লিড্স’ নিয়ে শিল্পোন্নয়ন নিগমের সঙ্গে তাদের বৈঠক হয়। সেখানেই কোন বণিকসভা কোন বিষয়ে আলোচনার আয়োজন করবে, তা মৌখিক ভাবে জানানো হয়েছিল। কিন্তু লিখিত অনুমোদন আসেনি। ফলে তাদেরই এখন উদ্যোগী হয়ে খোঁজখবর করতে হচ্ছে। তাদের বক্তব্য, সরকারের আগেই মাঠে নামা উচিত ছিল। বছরের শেষে ছুটি থাকায় কাজ এগোয়নি।
‘বেঙ্গল লিড্স’-এ বাইরে থেকে কারা আসছেন, তা-ও এখনও অস্পষ্ট। শোনা যাচ্ছে, গোল্ডম্যান স্যাক্সের ভারতীয় কর্তা সঞ্জয় চট্টোপাধ্যায় আসতে পারেন। কিন্তু তা এখনও নিশ্চিত নয়। ফিকি জানাচ্ছে, ভিন্ রাজ্য থেকে কয়েক জন আসতে পারেন। অ্যাসোচ্যামও আশ্বাস দিয়েছে ভিন্ রাজ্য থেকে বক্তা আনার। এ নিয়ে বুধবার মন্তব্য করতে চাননি শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাইটের বেহাল দশা বা অতিথিদের তালিকা নিয়ে কোনও প্রশ্নের জবাব দেননি তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.