টুকরো খবর
এইচপিএলে অংশীদারি বিক্রির জন্য উপদেষ্টা নিয়োগ রাজ্যের
হলদিয়া পেট্রোকেমিক্যালস (এইচপিএল)-এ নিজেদের শেয়ার বিক্রির পথে এক ধাপ এগোল রাজ্য। সরকারি সূত্রে খবর, এই প্রক্রিয়া দেখাশোনার জন্য উপদেষ্টা সংস্থা ডেলয়েটকে নিয়োগ করেছে রাজ্য সরকার । এইচপিএলের অংশীদারি ছেড়ে বেরিয়ে আসতে তারা যে বদ্ধপরিকর, তা বহু বার বলেছে রাজ্য। নিলাম করে হাতে থাকা শেয়ার বিক্রির সিদ্ধান্ত সব স্তরেই সিলমোহর পেয়ে গিয়েছে। গত অক্টোবরে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও জানিয়েছেন, হলদিয়া পেট্রোকেমিক্যালসে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের সমস্ত শেয়ার বিক্রি করে দেওয়া হবে।

সোনার আমদানি শুল্ক বাড়তে পারে
লেনদেন খাতে ঘাটতি কমাতে বুধবার সোনার উপর আমদানি শুল্ক বাড়ানোর ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর দাবি, চলতি অর্থবর্ষের প্রথম ছ’মাসে এই ঘাটতি হয়েছে ৩,৮৭০ কোটি ডলার (২,১০,৯১৫ কোটি টাকা)। যা মোট জাতীয় আয়ের ৪.৬%। এতে ইন্ধন জুগিয়েছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সোনা আমদানির ঘটনা। চিদম্বরমের মতে, ওই ছ’মাসে মোট যে পরিমাণ সোনা কিনেছে ভারত, তা অর্ধেক কম হলেই দেশের ভাঁড়ারে ১,০৫০ কোটি ডলার (৫৭,২২৫ কোটি টাকা) বেশি থাকত। এই অবস্থায় শুল্ক বাড়িয়ে আমদানি কমানোর পথে হাঁটা ছাড়া কেন্দ্রের আর উপায় থাকবে না বলে জানান তিনি। সে ক্ষেত্রে দাম বাড়তে পারে এই ধাতুর। এই সিদ্ধান্তে চিদম্বরম পাশে পাচ্ছেন রিজার্ভ ব্যাঙ্ককে। কারণ ঘাটতি কমাতে এ দিনই সোনা আমদানি কমানোর পক্ষে সওয়াল করেছে শীর্ষ ব্যাঙ্ক। এই পদক্ষেপের করার পক্ষে মত দিয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক উপদেষ্টা পর্ষদও।

বেলপাহাড়ি থেকে কলকাতা
—নিজস্ব চিত্র।
বেলপাহাড়ি-কলকাতা রুটে সরকারি বাস পরিষেবা চালু হল। বুধবার দুপুর ১টা নাগাদ বেলপাহাড়ির সাকার্স মাঠে সবুজ পতাকা দেখিয়ে বাসটির যাত্রা শুরু করান পরিবহণ মন্ত্রী মদন মিত্র। বেলপাহাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত ২০৮ কিমি যেতে বাসে সময় লাগবে পাঁচ ঘণ্টা। ভাড়া ১০৭ টাকা ৫০ পয়সা। আসন সংখ্যা ৫৫। ধর্মতলা থেকে সকালে ছেড়ে বাসটি দুপুরে বেলপাহাড়ি পৌঁছবে। বেলপাহাড়ি থেকে দুপুর দু’টোয় ছেড়ে সন্ধ্যায় বাসটি কলকাতায় পৌঁছবে। এলাকাবাসী অবশ্য চান, বেলপাহাড়ি থেকে সকালে বাসটি ছাড়ুক। মদনবাবুর আশ্বাস, “কয়েকদিন পরীক্ষামূলক ভাবে চালানো হবে। পরে সময়সূচি ঠিক হবে।”

নতুন নিয়োগ
উর্জিত পটেল রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হতে চলেছেন। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, ওই পদের জন্য তাঁর নাম চূড়ান্ত করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.