তখনকার মতো সমস্যা মিটে গেলেও বুধবার সকালে ফের গণ্ডগোল বাধল মুরারই থানার সুমোরপুর ও পলশা গ্রামের মধ্যে। বোমাবাজিও হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকালে মুরারই থানার রতনপুরের বাবুবাগানে চড়ুইভাতিকে কেন্দ্র করে দুই পিকনিক পার্টির সংঘর্ষ হয়েছিল। তাতে এলাকার কিছু সর্ষে জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিবাদ করলে সংলগ্ন দুই গ্রাম পলশা ও সুমোরপুরের মধ্যে গণ্ডগোল বেধে যায়। বুধবার ফের মুরারই থেকে রাজগ্রাম যাওয়ার পথে বাঁশলৈ সেতুর উপরে অবরোধ করেন পলশা গ্রামের বাসিন্দারা। ওই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, পিকনিক পার্টির গণ্ডগোলের জেরে সুমোরপুর গ্রামের বাসিন্দাদের একাংশ বাঁশলৈ রেল স্টেশন ও কল্যাণ সেতুর ধারে পলশা গ্রামের বাসিন্দাদের দোকানে লুঠপাট চালায়। প্রতিবাদে তাঁরা অবরোধ করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোঝানোর পরে অবরোধ উঠে গেলেও দুই গ্রামের বাসিন্দারা নদীর দুই পাড়ে জড়ো হন। বোমাবাজিও হয়। সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস নন্দী। পরে সিউড়ি থেকে আরও পুলিশ যায়। দুপুরের দিকে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয় সূত্রে খবর, সুমোরপুরের দিকে বোমা বাঁধতে গিয়ে আচমকা ফেটে এক জনের মৃত্যু হয়েছে। পুলিশ অবশ্য ওই ঘটনার কথা জানা নেই বলে দাবি করেছে।
|
ইলামবাজার পুলিশের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। বুধবার ইলামবাজার বাসস্ট্যান্ডে পথ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করেন বিডিও অনিরুদ্ধ নন্দী। তিনি রাস্তার নিয়ম মেনে চলার জন্য পথ চলতি মানুষকে এবং বিভিন্ন যানবাহন, রিকশা, ভ্যান চালকদের নিরাপদে চালানোর জন্য পরামর্শ দেন। সোমবার পর্যন্ত এই প্রচার অভিযান ও পথসভা চলবে। ৬০ নম্বর জাতীয় সড়ক থাকার দরুণ ইলামবাজারে যান চলাচল যেমন বেশি। তেমনি যানজটও প্রায়ই হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তিনটি ট্রাফিক সিগন্যালিংয়ের ব্যবস্থার দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন বিডিও। এ দিনই সিউড়িতেও জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে।
|
নিয়ন্ত্রণ হারানো ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল জনের। বুধবার সকালে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে মাড়গ্রাম থানার প্রতাপপুর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম নাম মামুদ হোসেন (৩০)। প্রতাপপুরেই তাঁর বাড়ি। এ দিন ডাম্পারটি একটি চায়ের দোকানে ধাক্কা মারে। তখন দোকানের মধ্যে থাকা আবু সাত্তার ও তাঁর মেয়ে, রিয়াজউদ্দিন শেখ এবং পথচারী মামুদ হোসেন ও কামাল হোসেন নামে এক সাইকেল আরোহী জখম হন। আবু সাত্তার ও মামুদ হোসেনকে বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়। সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মামুদের।
|
চুরি আটকাতে ‘আরজি-পার্টির’ বন্দোবস্ত করে দিয়েছিল পুলিশ। কিন্তু তাতেও আটকানো গেল না মন্দিরে চুরি। মঙ্গলবার রাতে চিনপাই গ্রামের শতাব্দী প্রাচীন সিদ্ধেশ্বরী কালীমন্দির থেকে চুরি গেল টাকা। সদাইপুর থানার ওই কালীমন্দিরে এই নিয়ে পাঁচ বার চুরি হয়। অথচ পুলিশ কোনও ঘটনারই কিনারা করতে না পারায় বাসিন্দারা আন্দোলনের হুমকি দিয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দায়িত্বে থাকা আরজি পার্টির সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চুরির কিনারা করতে সাধ্যমতো চেষ্টা চালানো হবে। |