রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ সাফল্য দেখানোর জন্য এক খুদে ক্রীড়া প্রতিভাকে সংবর্ধনা জানাল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। বোরো থানার গোবরাডি গ্রামের মমতা মাঝি এ বার স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান লাভ করেছে। সম্প্রতি মানবাজার ২ অবর বিদ্যালয় পরিদর্শকের দফতরে তাকে সংবর্ধনা জানান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি নীলকমল মাহাতো। তিনি বলেন, “৮ ডিসেম্বর জেলা প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় মমতা ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছিল। ১৬-১৮ ডিসেম্বর যুবভারতীতে আয়োজিত রাজ্য প্রতিযোগিতায় সে দ্বিতীয় হয়ে আমাদের জেলার সুনাম বৃদ্ধি করেছে।” মঙ্গলবার রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো মমতাকে খেলার কৃতিত্বের জন্য পুরস্কৃত করেন।
|
শনি ও রবিবার পুঞ্চার লৌলাড়া কলেজের মাঠে ফুটবল টুর্নামেন্ট হল। পাড়ুই ফুটবল কমিটি আয়োজিত এই টুর্নামেন্টে ১৬ টি দল যোগ দিয়েছিল। চূড়ান্ত খেলায় পুঞ্চা ফুটবল দল ৩-২ গোলে পুরুলিয়া সবুজ সঙ্ঘকে টাইব্রেকারে পরাজিত করে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো, মানবাজারের বিধায়ক সন্ধ্যারানি টুডু প্রমুখ ছিলেন।
|
গঙ্গাজলঘাটির দেউলি মা দুর্গা ফুটবল কাপে চ্যাম্পিয়ান হল লটিয়াবনি অগ্রগামী ক্লাব। চূড়ান্ত খেলায় তারা ৩-০ গোলে দুর্লভপুর মাজি ট্রান্সপোর্টকে পরাজিত করে। টুর্নামেন্টের আয়োজন করেছিল দেউলি মা দুর্গা কমিটি। উদ্যোক্তা ক্লাবের সভাপতি জীতেন গরাই জানান, এই প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল।
|
বাঁকুড়ার কাটজুড়িডাঙা এলাকার ওয়েস্ট পয়েন্ট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল সম্প্রতি। ১৫ ধরনের খেলা হয়। প্রায় ২৫০ জন পড়ুয়া যোগ দেয়। উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক মিনতি মিশ্র, স্কুলের প্রধান শিক্ষক অরিন্দম মাঝি প্রমুখ। |