নির্বাচনের দাবিতে কলেজে তালা ঝোলাল ছাত্র পরিষদ
গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত এই অভিযোগে বুধবার সাঁইথিয়া অভেদানন্দ কলেজে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন ছাত্র পরিষদের সমর্থকেরা। এর ফলে কলেজে না ঢুকতে পেরে ফিরে যান শিক্ষক ও শিক্ষাকর্মীরা। ছুটি কাটিয়ে এ দিন কয়েক জন ছাত্রছাত্রী কলেজে এসেছিলেন। তাঁরাও ঘুরে গিয়েছেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম মণ্ডল বলেন, “বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজে বীরভূমের অতিরিক্ত জেলাশাসক বিধান রায়কে প্রশাসক হিসেবে নিয়োগ করেছেন। ফলে ছাত্র সংসদের ভূমিকা নেই। সেই কারণে নির্বাচন স্থগিত করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।”
কলেজ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৩০ নভেম্বর কলেজে নবীনবরণ অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানের পরের দিন কলেজ ছুটি দেওয়াকে কেন্দ্র করে ভারপ্রাক্ত অধ্যক্ষ উত্তম মণ্ডলকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল। সেই কারণে তিনি কলেজে আসা বন্ধ করে দেন।
বুধবার তোলা নিজস্ব চিত্র।
ছাত্রদের একাংশের অভিযোগ, কার্যত তারপর থেকেই কলেজের পঠন-পাঠন থেকে শুরু করে কাজকর্ম একরকম শিকেয় ওঠে। গত ১৮ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল কলেজে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন।
ছাত্র পরিষদের জেলা সভাপতি সুরঞ্জন চট্টোপাধ্যায় বলেন, “আগামী ১৮ জানুয়ারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। হঠাৎ করে অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে।” তাঁর দাবি, “অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, স্থায়ী অধ্যক্ষ নিয়োগ, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে প্রতিবাদে সামিল হয়েছি।” অন্য দিকে, উত্তমবাবু বলেন, “ছুটি দেওয়াকে কেন্দ্র করে ছাত্র সংসদের ছেলেরা ওই দিন আমার সঙ্গে যা ব্যবহার করেছিল, সে জন্য নিরাপত্তার অভাব বোধ করে এত দিন কলেজে আসিনি। তবে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল কলেজ পরিদর্শন করে গিয়েছেন। তাঁদের রিপোর্টের ভিত্তিতে নির্বাচন স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।”
তিনি আরও বলেন, “একই সঙ্গে গভর্নিংবডির নির্বাচনও স্থগিত করে দেওয়া হয়েছে। অশান্তি এড়াতে তালা খোলার চেষ্টা করিনি। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলাশাসক বিধান রায় কলেজে আসবেন।” কোনও রকম খারাপ ব্যবহার করা হয়নি বলে দাবি ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শেখ সাহাবুদ্দিনের। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইন্সপেক্টর অব কলেজিয়েস দেবকুমার পাঁজা বলেন, “কলেজে সুস্থ পরিবেশ ফিরলেই ছাত্র সংসদ নির্বাচন করা হবে। এমনিতেই গভর্নিংবডির মেয়াদ ৩০ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.