পানাগড়ে পঞ্চায়েত ভোটে সন্ত্রাস হবে না, আশ্বাস মুকুলের
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
তৃণমূলের মিছিলের ফাঁসে আটকে গাড়ির চাকা। বুধবার পানাগড়ে। ছবি: বিকাশ মশান। |
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সকলে ভোট দিতে পারবেন বলে ‘গ্যারান্টি’ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি মুকুল রায়। বুধবার দুপুরে বর্ধমানে পানাগড় মিত্র সঙ্ঘের মাঠে কাঁকসা ব্লক তৃণমূল আয়োজিত জনসভায় তিনি বলেন, “আগের বার পঞ্চায়েত নির্বাচনে ভোট দেওয়া তো দূরের কথা, বহু প্রার্থীকে মনোনয়নই জমা করতে দেয়নি সিপিএম। এ বার তা হবে না। যিনি যে দলই করুন না কেন, সবাই পঞ্চায়েতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আমি গ্যারান্টি দিচ্ছি।” রাজ্য সরকারের অর্থসঙ্কটের প্রসঙ্গ তুলে মুকুল দাবি করেন, “গুডি গুডি বয় চিদম্বরম সিপিএমকে সঙ্গে রাখতে আইনের বাইরে গিয়ে ঋণ দিয়েছেন। বাইরে থেকেও ঋণ পাইয়ে দিয়েছেন। এখন এমন অবস্থা যে আমরা আর কোথাও ঋণ পাচ্ছি না।” নারীদের উপরে হিংসা প্রসঙ্গে তাঁর খতিয়ান, “ধর্ষণে এই রাজ্যের পরিস্থিতি অনেক ভাল। দিল্লিতে বছরে ৫৭৬, মুম্বই-চেন্নাইয়ে ২০০-রও বেশি, সেখানে কলকাতায় ৫০-রও কম। তা-ও রুখতে হবে আমাদের।” ডাল উৎপাদনে রাজ্য এ বার দেশে প্রথম হয়েছে জানিয়ে মুকুল বলেম, “১৫ জানুয়ারি রাষ্ট্রপতি দিল্লিতে কৃষিমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেবেন।” |
চেয়ারম্যানের ঘরে দলবদল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
নিজের দফতরে দলীয় কর্মসূচি পালন করে বিতর্কের মুখে পড়লেন আসানসোল পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি। বুধবার বিকালে পুরসভায় নিজের ঘরে তিনি জনা পঞ্চাশ ঠিকাকর্মীর হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে যোগ দেওয়ান। কংগ্রেসের বর্ধমান জেলা সম্পাদক তথা আসানসোল পুরসভার মেয়র-ইন-কাউন্সিল রবিউল ইসলামের অভিযোগ, পুরসভায় আকছার এ রকম ঘটনা ঘটছে। তৃণমূল নেতারা তাঁদের দফতরকে দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন। তিনি বলেন, “কী ভাবে জিতেন্দ্র তিওয়ারি নিজের ঘরে বসে দলীয় কর্মসূচি পালন করলেন, তা আমরা পুর কমিশনারের কাছে জানতে চাইব।” পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা সিপিআই নেতা বিনোদ সিংহের মতে, “পুরভবনের নিজস্ব গরিমা নষ্ট করেছেন জিতেন্দ্রবাবু।” তবে চেয়ারম্যান এর মধ্যে কোনও অন্যায় দেখছেন না। তাঁর বক্তব্য, “কংগ্রেসের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওদের সংগঠনের ৫০ জন ঠিকাকর্মী এ দিন তৃণমূলে যোগ দিয়েছেন। আমার দফতরে এসেই ওঁরা দলে যোগ দেন। এর মধ্যে অন্যায় কোথায়?” |
বোমায় জখম কয়লা মাফিয়া
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ক্লাবে ক্যারম খেলতে গিয়ে আততায়ীর হামলায় জখম হলেন এক কয়লা মাফিয়া। চন্দম বর্মন নামে ওই মাফিয়াকে বুধবার রাতেই দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, উখড়ায় একটি একটি ক্লাবের সামনে ক্যারম খেলছিলেন চন্দনবাবু। রাত ৯টা নাগাদ কয়েকটি মোটরবাইকে মুখ-বাঁধা কয়েক জন এসে তাঁর দিকে গুলি ছোড়ে। গুলিটি না লাগায় বোমা ছোড়া হয়। চন্দনবাবুর পেটে এবং পায়ে স্প্লিন্টার ঢুকে যায়। বছর দুয়েক আগে কারবারে তাঁর সঙ্গী শেখ বাবলুও গুলিতে খুন হয়েছিলেন। |
স্কুলে বই দিবস
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ব্রজভূষণ প্রাথমিক বিদ্যালয়ে বই দিবস পালিত হল। বুধবার নবীনবরণের পরে নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়ারা। শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে অনুষ্ঠানের শেষে মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। |
ট্রাক্টর উল্টে মৃত দুই মহিলা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান মেডিক্যালে। —নিজস্ব চিত্র। |
ট্রাক্টর উল্টে মৃত্যু হল দুই মহিলার। মেমারির নীলকুঠি ক্যান্যাল পাড়ের কাছে বুধবারের ঘটনা। পুলিশ জানায়, মৃতদের নাম পারুল ক্ষেত্রপাল (৪২) ও শেফালি ক্ষেত্রপাল (৪৪)। তাঁদের বাড়ি স্থানীয় দেউলিয়া গ্রামে। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, দামোদরের পাড় থেকে বালি তুলতে যাচ্ছিল ওই ট্রাক্টরটি। আচমরা সেটি রাস্তার পাশে উল্টে পড়লে ট্রাক্টরের সঙ্গে থাকা ট্রেলারের নীচে চাপা পড়ে যান প্রায় ১০ জন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলা শ্রমিকের। আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। |
দুর্গাপুরেও মুক্ত কারাগার |
লালগোলার পরে এ বার দুর্গাপুরে মুক্ত সংশোধনাগার হচ্ছে। দুর্গাপুর সাব-জেলের লাগোয়া ন’একর জমির উপরে ওই মুক্ত কারাগারে ৩৫ জন বন্দি থাকতে পারবে। লালগোলার মুক্ত কারাগারে ৯০ জন দণ্ডিত বন্দি থাকে। মুক্ত কারাগারে সপরিবার থাকা যায়। দুর্গাপুরেও সেই ব্যবস্থা থাকবে। কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী বালুরঘাটের বাসিন্দা। নিজের জেলাতেও এমন কারাগার চান তিনি। |
কাটোয়া
পৌষ পার্বণে পিঠেপুলি মেলা। পানুহাট। বিকাল ৩টা। উদ্যোগ: রাঙ্গামাটি উত্তরণ ও স্পন্দন।
বর্ধমান
নবীনবরণ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল ১১টা। উদ্যোগ: বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ।
সর্ব ভারতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল। মোহনবাগান মাঠ। ১১টা। উদ্যোগ: বর্ধমান বিশ্ববিদ্যালয়।
|